• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আজকেও ফিফার অনুদান পেয়েছি: কাজী সালাউদ্দিন

আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ২১:৪২
bangladesh football fedartion, rtv online
কাজী মো. সালাউদ্দিন- ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুদান স্থগিত করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। এমন সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তার সঙ্গে সুর মেলালেন সভাপতি কাজী মো. সালাউদ্দিনও।

বুধবার সাংবাদিকদের সঙ্গে মতিঝিলে বাফুফে কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ফুটবল ফেডারেশনের প্রধান।

তিনি বলেন, ‘ফিফা থেকে ফান্ড না পাওয়ার বিষয়টা সত্য নয়। আজকেও আমি ফান্ড পেয়েছি, ১৫ দিন আগেও পেয়েছি। ফিফা যেটা করেছে তারা তাগিদ দিচ্ছে আরও স্বচ্ছতার আরও জবাবদিহিতার। এটাতো আমরাও করি। নিজেদের অফিসে কোন খাতে কী হচ্ছে জানতে চাই।’

দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক জানিয়েছেন, এমন সংবাদ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

সালাউদ্দিন বলেন, ‘এই সাধারণ বিষয়টাকে আন্ডারমাইন করে নিজের দেশকে নিজেরাটাই ছোট করছি।’

ভবিষ্যতে এসব বিষয়ে জটিলতা এড়াতে পরামর্শক আসছে বলে জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি।

‘যখন এ নিয়ে অনেক নিউজ আসতে থাকে আমি সাধারণ সম্পাদককে (আবু নাইম সোহাগ) বলেছি, ফিফার কাছ থেকে একজন কনসাল্টেন্ট চাওয়ার ব্যাপারে। যেন ফিফার কম্প্লাইন্সগুলো মেইনটেইন করতে পারে। যেন ভবিষ্যতে ফিফা আমাদেরকে প্রশ্ন তুলতে না পারে। ফিফার কিছু কম্প্লাইন্সটা মাঝেমাঝে বুঝি না। ফিফা যদি ওই কনসাল্টেন্ট দিয়ে দেয় তাহলে ওই কনসাল্টেন্টই সবকিছু করবে।’

চলতি মাসেই নিয়োগ পেতে চলেছেন নতুন এই পরামর্শক। কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘ফিফা আমাদের নিশ্চিত করেছে এই মাসের মধ্যে একজন কনসাল্টেন্ট দিয়ে দিবে আমাদের। যেটা ফেডারেশন থেকে ইম্পলয়েট হবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
X
Fresh