• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

লিভারপুলকে হারিয়ে সেমির পথে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ০৮:৪৭
ছবি- টুইটার

গোটা ম্যাচেই আধিপত্য বজায় রেখেছিল রিয়াল মাদ্রিদ। সেটির ফল মিলেছে শেষ পর্যন্ত। সেমি-ফাইনালের পথে এগিয়ে যাবার ম্যাচে লিভারপুলকে একরকম উড়িয়ে দিয়ে এগিয়ে গেল জিনেদিন জিদানের শিষ্যরা।

ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে লিভারপুলকে এনে এদিন পাত্তাই দেয়নি রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণে ছিন্নভিন্ন করে অল রেডসদের রক্ষণ। এমন দিনে রিয়ালকে সামনে থেকে নেতৃত্ব দেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র আর লুকা মদ্রিচ এবং টনি ক্রুস দাপিয়ে বেড়িয়েছেন মধ্যমাঠ।

Real Madrid vs Liverpool: Real Madrid player ratings vs Liverpool: Militao  can perform at the top level | Marca

খেলার তিন মিনিটের মাথায় গোল পেতে পারত রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার দুর্দান্ত শট রুখে দেন অ্যালিসন বেকার। এরপর বেশ কয়েকটি সুযোগ আসলেও গোল পায়নি স্বাগতিক দল তবে ম্যাচের ২৭ মিনিটে টনি ক্রুসের পাস থেকে বল জালে জড়িয়ে গ্যালাক্টিকোদের ১-০ ব্যবধানে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র।

১-০ তে এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে হয়ে ওঠে গ্যালাক্টিকোরা। একের পর এক আক্রমণে রেডসদের রক্ষণকে হাফিয়ে তোলে জিদানের শিষ্যরা। তার ফল আসে ম্যাচের ৩৬ মিনিটে। মার্কো অ্যাসেন্সিওর সহজ গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে অল রেডসরা মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। ২-০ তে এগিয়ে থাকা রিয়াল কই একটু হেলেদুলে খেলবে তা না, সেই সুযোগ নিয়ে ম্যাচের ৫১ মিনিটের মাথায় মোহাম্মদ সালাহ'র দুর্দান্ত শটে বল খুঁজে পায় জাল।

Real Madrid 3-1 Liverpool - Watch all the goals and highlights (Video)

২-১ ব্যবধানে ম্যাচ জমিয়ে তোলার বার্তা দেয় লিভারপুল কিন্তু, সেটি ধরে রাখতে পারেনি বেশীক্ষণ। ম্যাচের ৬৫ মিনিটের ভিনিসিয়াসের পা থেকে আবারও গ্যালাক্টিকোরা পেয়ে যায় গোল।

৩-১ ব্যবধানে পিছিয়ে যেয়ে ম্যাচে ফেরার চেষ্টায় থাকা অল-রেডসদের সকল আক্রমণ ব্যর্থ কওরে দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে দুই দল আবারও মুখোমুখি হবে আগামী ১৫ এপ্রিল। এদিন ম্যাচ অনুষ্ঠিত হবে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
X
Fresh