Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১৭ মে ২০২১, ৩ জ্যৈষ্ঠ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ১৪:১৩
আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৪:১৪

ওয়াংখেড়ের দুই গ্রাউন্ডস-ম্যান কোভিড পজিটিভ

ছবি- টুইটার

করোনা মহামারি মাথায় নিয়ে ভারতে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসর। একই অবস্থার কারণে গর আসর অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

এবার আইপিএল শুরুর আগে আবারও নতুন করে দেশটিতে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে দেয়া হয়েছে আংশিক লক-ডাউন।

এমন অবস্থায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দুই মাঠ কর্মী আক্রান্ত হয়েছেন করোনায়। এই মাঠেই অনুষ্ঠিত হবে এবারের উদ্বোধনি ম্যাচ। ৯ এপ্রিল লড়বে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।

সংবাদ মাধ্যম পিটিয়াআই-কে মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন থেকে জানানো হয়েছে, ‘দুই মাঠ কর্মী ও ওয়াংখেড়ের একজন স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন।’

গত সপ্তায় ওয়াংখেড়ের দশ কর্মীর করোনা সনাক্ত হয়। তারা এরইমধ্যে সুস্থ হয়ে যোগ দিয়েছে কাজে।

এদিকে কোভিড পজিটিভ হয়েছেন রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ওপেনার দেবদূত পাডিকাল। ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ জানায়, কোভিড পজিটিভ হওয়ায় পাডিকালকে রাখা হয়েছে হোটেল কক্ষে আইসোলেশনে।

এমআর/

RTV Drama
RTVPLUS