• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এবারের আইপিএলে যেসব রেকর্ডের অপেক্ষায় কোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ১২:৫৫
বিরাট কোহলি

গত ১৩ আসরে একবারও শিরোপা জিততে পারেনি রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রতি আসরেই তারকা সমৃদ্ধ দল গড়েও শেষ পর্যন্ত ব্যর্থতা বয়ে বিদায় নিতে হয়েছে আসর থেকে। এবারও কতদূর যায় সেটা সময় বলে দেবে।

দল চ্যাম্পিয়ন না হলেও একক কৃতিত্ব গড়েছেন অনেকেই। তার মধ্যে অন্যতম বিরাট কোহলি। আসন্ন আসরে ওপেনিংয়ে ব্যাটিং করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন অনেক আগেই। তবে ব্যাট হাতে এবার হয়তো অনেক কিছুই করবেন সময়ের সেরা এই ব্যাটসম্যান।

এখন পর্যন্ত আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট। ২০১৬ সালে ১৬ ম্যাচে করেন ৯৭৩ রান। এরমধ্যে ছিল চারটি শতরানের ইনিংস।

এবার তবে কি কি রেকর্ড গড়তে পারেন বিরাট? দেখে নেয়া যাক-

১৯২ ম্যাচ খেলা বিরাটের সামনে অপেক্ষা করছে ২০০ ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ার রেকর্ড।

১৯২ ম্যাচে ৫ হাজার ৮৭৮ রান করা বিরাটের ১২২ রান করলেই সবার আগে ছুঁয়ে ফেলবেন ৬ হাজার রানের মাইলফলক।

২৬৯ রান করলে সব ধরণের টি-টোয়েন্টি ম্যাচে মোট ১০ হাজার রান করে ফেলবেন বিরাট।

এই আসরে ৪টি অর্ধশতকের ইনিংস খেললে ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে ৫০টি অর্ধশতক পূর্ণ করবেন কোহলি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির!
দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট
ভারতের হারে সুসংবাদ পেল বাংলাদেশ
X
Fresh