logo
  • ঢাকা শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ৩ বৈশাখ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২১, ০৯:১৩
আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০৯:৩৫

লঙ্কা সফরেও টাইগারদের ব্যাটিং কোচ থাকছেন জন লুইস

জন লুইস

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও নিউজিল্যান্ডে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে বাজে ভাবে হারের পরও ব্যাটিং কোচ জন লুইসের ওপর আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগামী শ্রীলঙ্কা সফর পর্যন্ত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জন লুইস।

‘পর পর সিরিজ থাকায় আগামী শ্রীলঙ্কা সফর পর্যন্ত জন লুইসের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এরপর আমরা সিদ্ধান্ত নিব কী করা যায়।’

গত বছর ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি চলে যাবার পর বিসিবি নিয়োগ দিয়েছিল কিউই কোচ ক্রেইগ ম্যাকমিলানকে। কিন্তু ব্যক্তিগত কারণে তিনিও দায়িত্ব শুরুর আগে ছেড়ে যান বাংলাদেশ দল।

এরপর লুইসকে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়। লুইস এর আগে শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ হিএবে কাজ করেছেন ২০১৯ বিশ্বকাপে।

এমআর/

RTV Drama
RTVPLUS