স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২৩:৩৫
মদ কোম্পানির লোগোতে আপত্তি নেই মঈন আলীর

রোববার ভারতীয় গণমাধ্যম জুড়ে সংবাদ হয়, চেন্নাই সুপার কিংসের জার্সিতে থাকা মদ কোম্পানির লোগো নিয়ে আপত্তি করাতে মঈন আলীর জার্সি থেকে তুলে দেয়া হয় সংশ্লিষ্ট লোগোটি। তবে এক দিনের মাথায় সেটি ভুল বলেছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন।
৭ কোটি রুপিতে মঈন আলীকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। আসন্ন আসরে চেন্নাইয়ের জার্সিতে স্পন্সর পার্টনার হিসেবে রয়েছে চেন্নাই ভিত্তিক বিয়ার কোম্পানি এসএনজে ১০০০০ ডিস্ট্রিলারিজ ব্রান্ড।
তাই স্বাভাবিক ভাবেই তাদের লোগো থাকবে জার্সিতে। রোববার এ নিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, বিয়ার কোম্পানি এসএনজে ১০০০০ ডিস্ট্রিলারিজ এর লোগো থাকছে না মঈন আলীর জার্সিতে।
তবে সোমবার দলের সঙ্গে অনুশীলনের সময় দেখা যায়, বিয়ার কোম্পানি এসএনজে ১০০০০ ডিস্ট্রিলারিজের লোগো সম্বলিত জার্সি পরিহিত মঈন আলীকে।
এ নিয়ে চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, 'খবরটা ভুলভাবে এই উপস্থাপন করা হয়েছে। আসলে ব্যাপারটা তা নয়। মোইন আলী এ নিয়ে প্রশ্ন তোলেননি। কোন প্লেয়ার কিংবা আমরা লোগো তুলে নিব,একথা বলিনি।'
এমআর/