• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরিজ শেষ না হতেই আইপিএলের পথে রাবাদা-ককরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ১৯:৪৩

পাকিস্তানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার চলছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ হয়েছে দুটি ম্যাচ, ১-১ সমতা হওয়ায় বাকি রয়েছে অলিখিত ফাইনাল ম্যাচ। এরপরেই রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

তবে সেসব বাকি রেখেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতের বিমানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার পাঁচ ক্রিকেটার। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১৪তম আসর। তার আগে কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের।

কাগিসো রাবাদা, কুইন্টন ডি কক, লুঙ্গি এনগিডি, ডেভিড মিলার ও এনরিক নরকিয়া থাকছেন না পাকিস্তানের বিপক্ষে সিরিজে।

কুইন্টন ডি কক খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সে, কাগিসো রাবাদা ও এনরিক নরকিয়া দিল্লী ক্যাপিটালসে, ডেভিড মিলার রাজস্থান রয়্যালসে আর লুঙ্গি এনগিদি খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচ খেলবে না বলেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে অনুমতি নিয়ে রেখেছিলেন আইপিএলে নাম লেখানো পাঁচ ক্রিকেটার। তাই আর আইপিএল খেলার ছাড়পত্র দিতে হয়েছে বোর্ডের।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh