• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আইপিএলে যে রেকর্ড করতে চান সাকিব (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ১৫:২১
shakib al hasan indian premier league kolkata night riders, rtv online
সাকিব আল হাসান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান। আগামী ১১ এপ্রিল ১৪তম আসরে নিজেদের প্রথম ম্যাচে নামবে টিম কলকাতা। এরই মধ্যে নাইটরাইডার্সদের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার আগে ইএসপিএন ক্রিকইনফোর মুখোমুখি হয়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব।

জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক এই ওয়েব সাইটের প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন ৩৪ বছর বয়সী এই তারকা।

প্রথম প্রশ্ন ছিল, কার বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন? জবাবে সাকিব বলেন, মুম্বাই।

বর্তমান কলকাতা দলের শক্তিমত্তা জানতে চাওয়া হয়েছিল। উত্তরে তিনি বলেন, ‘আমাদের দল এবার সব বিভাগেই পরিপূর্ণ। তবু আমি বলব, বোলিং আক্রমণ খুব ভালো। এটাই দলকে চ্যাম্পিয়ন করবে।’

২০২১ আইপিএলে সাকিবের ব্যক্তিগত লক্ষ্য কি? তৃতীয় প্রশ্নের উত্তর দিয়ে বলেন, ‘এই মৌসুমে দলের জয়ে অবদান রাখতে চাই।’

আইপিএলের কোন রেকর্ডটি ভাঙতে চান। স্পিনিং অলরাউন্ডার জবাব দেন, ‘একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিতে চাই।’

সবশেষ ২০১৯ আইপিএল খেলেছিলেন। ওই আসর থেকে কী শিক্ষা পেয়েছেন। এমন প্রশ্ন শুনে তিনি বলেন, ‘প্রতি বছরই আইপিএল থেকে নতুন কিছু না কিছু শিখছি।’

সাকিবের সামনে ষষ্ঠ প্রশ্নটি ছিল, কোন আইপিএল ম্যাচটি আপনার কাছে মনে রাখার মতো? সাকিব জানিয়ে দেন এমন বিশেষ কোনও ম্যাচ নেই।

কোন মৌসুমটি আইপিএলে সাকিবের সেরা মৌসুম ছিল। জবাবে তিনি বলেন, আমার মনে হয় ২০১৪। (২২৭ রান ও ১১ উইকেট তুলেছিলেন)।

করোনাকোলে জৈব সুরক্ষা বলয়ে থাকার সময় সবচেয়ে কঠিন বিষয় কোনটি। সাকিব বলেন, ‘ঘর থেকে বের হতে না পারাটা।’

টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে আপনাকে নিয়ে সবচেয়ে বড় বিভ্রান্তি কোনটি?
‘আমার মনে হয় অনেকেই অনেক কিছু ভাবেন। তবে আমি সেগুলো নিয়ে মাথা ঘামাই না।’

এবারের মৌসুমে কোন বোলারের মুখোমুখি হতে মুখিয়ে আছেন?

দশম প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘জোফরা আর্চারকে খেলার অপেক্ষায় ছিলাম, যদিও তিনি এবার অংশ নিচ্ছেন না। অপর বোলার আমার দলেই রয়েছেন। তিনি প্যাট কামিন্স। নেটে অনুশীলনের সময় অনেক কার মোকাবেলা করার সুযোগ পাবো।'

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
হেডের সেঞ্চুরি ও রেকর্ডের ম্যাচে বেঙ্গালুরুর হার
জয়ের খোঁজে টস জিতে ফিল্ডিংয়ে বেঙ্গালুরু
‘মোস্তাফিজকে পুরো আইপিএল খেলতে দেওয়া উচিত’
X
Fresh