• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মইনের জার্সিতে থাকবে না মদ প্রস্তুতকারী সংস্থার লোগো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ২০:৫৭

ইংল্যান্ড ক্রিকেট দলের নিয়মিত অলরাউন্ডার মঈন আলী দলের জয় উদযাপনের সময়ও থাকেন অনেকটা দূরে। কেন না, ইংলিশদের জয় উদযাপনে শ্যাম্পেইন ছিটানোটা স্বাভাবিক।

দীর্ঘ এই ক্যারিয়ারে এসব এড়িয়ে চলা মঈন আলী আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়েও রয়েছেন সতর্ক অবস্থানে।

আসন্ন আসরে তার দল চেন্নাই সুপার কিংস। সাত কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় মহেন্দ্র সিং ধোনির দল।

এবারের আসরটায় জার্সিতেও এসেছে একটা পরিবর্তন। ভারতীয় সেনাদের সম্মানার্থে দুই কাঁধে রাখা হয়েছে সেনাবাহিনীর পোশাকের ডিজাইনও।

এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল তবে জার্সির হাতায় রয়েছে মদ প্রস্তুতকারী সংস্থার লোগো। তাতেই বিপত্তি, এই জার্সি পরবেন না বলে জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

যখনই দলের কাছে এমনটা জানিয়েছিলেন মঈন, তখনই তার জার্সি থেকে মদ প্রস্তুতকারী সংস্থার সরিয়ে দেয়ার কথা বলে দেয়া হয় দলটির জার্সি প্রস্তুতকারী সংস্থাকে।

আইপিএল ক্যারিয়ারে মঈন পুরনো নাম হলেও খেলেছেন মোটে ১৯টি ম্যাচ। ব্যাট হাতে ৩০৯ রানের সঙ্গে নিয়েছেন ১০টি উইকেট।

চেন্নাইয়ের আগে মঈন খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে এবারের আসর। উদ্বোধনি দিনে লড়বে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh