• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ছেলেদের রেকর্ড ভেঙে অজি নারী দলের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ১৯:২৭
ছবি- ক্রিকইনফো

প্রায় দেড়যুগ আগের করা পন্টিংদের রেকর্ড পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সেবার টানা ২১টি ম্যাচ জিতে ওয়ানডেতে বিশ্বরেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া।

জানুয়ারি, ২০০৩ থেকে মে পর্যন্ত পাঁচ মাসে ২১ ম্যাচ জিতেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এতদিন এই রেকর্ডে অন্যকোনো দল ভাগ বসাতে না পারলেও ১৮ বছর পর ছেলেদের রেকর্ড পেছনে ফেলেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলছে অস্ট্রেলিয়ার। রোববার মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারিয়ে টানা ২২তম ওয়ানডে জয় পায় অস্ট্রেলিয়া নারী দল।

এই দলটা ২০১৭ সালের অক্টোবরে হেরেছিল সবশেষ ওয়ানডে ম্যাচ। এরপর আর হারের মুখ দেখতে হয়নি দলটিকে।

বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে কিউই নারী দলকে নিয়ে ছেলেখেলা করেছে অজি নারীরা। আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে কিউইরা অল-আউট হয় ২১২ রানে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh