• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সত্য বললে আমাদের দ্বারা হয়নি, দেশে ফিরে নাসুম

আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ১৪:৩৮
nasum ahmed rtv online
মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও তাসকিন আহমদের সঙ্গে নাসুমের সেলফি || ছবি: ফেসবুক

নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার বেলা পৌনে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে লাল-সবুজদের বহনকারী বিমানটি।

ঢাকায় পা রেখে দলের সিনিয়র সদস্যরা এড়িয়ে গেলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই সফরে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া নাসুম আহমেদ।

‘আমি চেষ্টা করছি নিজের মতো। যেহেতু পেশাদার ক্রিকেটার, সবজায়গায় সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে। তো আমিও চেষ্টা করছি। বাকিটা....

ব্যর্থতা বলতে... সত্য কথা বললে আমাদের দ্বারা হয়নি। আমরা যে খারাপ খেলছি বা... আমাদের দ্বারা হয় নাই, এই আর কি। এর চেয়ে বেশি কিছু না।’ বলছিলেন বাম-হাতি এই স্পিনার।

পুরো সফরে বাজে ফিল্ডিং করেছে বাংলাদেশ। একের পর এক ক্যাচ মিস হতে দেখা গেছে।

নাসুমের ভাষ্য, ‘দেড়-দুই মাস থাকলে আমাদেরও ফিল্ডিংয়ে ইম্প্রুভ হতো। কারণ প্রথমত ওখানের আকাশ অনেক পরিষ্কার। আর দুই নম্বর আবহাওয়া আমাদের মতো না। পুরোপুরি আলাদা। আমাদের একটু সময় লাগতো। হয়তোবা আমরা যদি ১৫ দিন বা আরেকটু বেশি ক্যাম্প করতে পারতাম, তাহলে ভালো হতো।’

সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম ম্যাচে অভিষেক হয় নাসুমের। দেশের জার্সিতে প্রথমবারের মতো খেলতে নেমেই উইকেট তুলে নেন। ওই ম্যাচে ৩০ রান খরচ করে মোট দুটি উইকেট তুলেন নাসুম। শেষ দুই টি-টোয়েন্টিতে উইকেট না পেলেও অন্যদের তুলনায় রান দিয়েছেন সীমিত। সেক্ষেত্রে স্পিন কোচ ডেনিয়েল ভেট্টরির অবদান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

২৬ বছর বয়সী এই নাসুম বলেন, ‘ওটা পেসবান্ধব উইকেট ছিল। তারপরও চেষ্টা করছি স্পিনাররা ভালো কিছু করার। আমরা ভালোও করছি।

এখানে নিজেদের থেকে কোচেরও টিপসটা একটু বেশি ছিল। কারণ তিনি প্রথমেই বলে দিয়েছিলেন কীভাবে কী করবো। আমরা অমনই এপ্লাই করার চেষ্টা করেছি আর কি। ’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়
X
Fresh