• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনেও চলবে বাংলাদেশ গেমস: বিওএ মহাসচিব (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ১১:৫২
bangladesh games 2020,  Bangladesh Olympic Association (BOA), Bangabandhu 9th Bangladesh Games 2020 live update, rtv online
ছবি- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)

সোমবার থেকে দেশব্যাপী লকডাউন শুরু হলেও বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস চলতে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। প্রাথমিকভাবে জানানো হয়েছিল সরকারি প্রজ্ঞাপন জারি হলে সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রজ্ঞাপনের আগেই বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানিয়ে দিলেন দেশের সর্ব বৃহৎ এই ক্রীড়াযজ্ঞ বন্ধ হচ্ছে না।

রোববার (৪ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে বিষয়টি জানান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই কর্তা।

সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘ইনশাল্লাহ বাংলাদেশ গেমস চলবে। যেগুলো ইভেন্ট বাকি আছে আমরা স্বাস্থ্যবিধি মেনে শেষ করবো। আমি আশাবাদী। সরকার বিষয়টি জানে। তাদের পক্ষ থেকে ইতিবাচক উত্তর পাবো।’

১ এপ্রিল বৃহস্পতিবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ এপ্রিল সমাপনী অনুষ্ঠান দিয়ে পর্দা নামার কথা রয়েছে বাংলাদেশের অলিম্পিক খ্যাত এই আয়োজনের।

বিওএ মহাসচিব আরও বলে, ‘এরইমধ্যে সবার সঙ্গে কথা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন গেমসটা ঠিক মতো হবে। আগামী ৯ তারিখের মধ্যে গেমসটি শেষ করে ফেলব।’

দেশের আট বিভাগে ৩১টি ডিসিপ্লিনে ৫ হাজার ২৯৩ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন বাংলাদেশ গেমসে। গেমস শুরুর আগেই অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছিল, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। করোনাভাইরাসের নেগেটিভ সনদ নিয়েই ক্রীড়াবিদরা এবারের গেমসে যোগ দিয়েছেন বলে জানায় আয়োজকরা।

গেল বছর এপ্রিলে আয়োজন হওয়ার কথা থাকলেও করোনার দাপতে স্থগিত করতে হয় বাংলাদেশ গেমস। মহামারীর সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গেমসটির প্রস্তুতি সম্পন্ন করা হয় বলে জানায় বিওএ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh