• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস

লকডাউনের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বাংলাদেশ গেমস চলবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ১২:৫০
banglabandhu bangladesh games 2020, rtv online,
ছবি- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)

আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস চলতে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও বিওএ’র সহ-সভাপতি বশির আহমেদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ সারাদেশে লকডাউন নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে গেমসের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত অনেকগুলো ইভেন্টের ফাইনাল তাই ওই সময় পর্যন্ত গেম চলবে।

গেল বৃহস্পতিবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ এপ্রিল পর্যন্ত দেশের আট বিভাগে ৩১টি ডিসিপ্লিনে ৫ হাজার ২৯৩ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এতে।

আরও পড়ুনঃ সোমবার থেকে সারাদেশে লকডাউন

২০২০ সালের ১-১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ও বিশ্ব জুড়ে কোভিড-নাইন্টিন মহামারীর কারণে তা স্থগিত করা হয়। সরকারের অনুমতিক্রমে এবং কোভিড মহামারীর সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গেমসটির প্রস্তুতি সম্পন্ন করা হয়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের দিন লকডাউনের ডাক এবি পার্টির
X
Fresh