• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস

অ্যাথলেটিকসে প্রথম দিনের চূড়ান্ত ফল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ১১:০৭
banglabandhu bangladesh games 2020, rtv online
ফরিদ মিয়া, ঋতু আক্তার, মাহফুজ হাসান ও শামসুন্নাহার

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার দিন ভর ব্যস্ত সময় পার করেছে অ্যাথলেট, বিচারক ও ফেডারেশনগুলো।

রাজধানীর আর্মি স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল থেকে সন্ধ্যা অ্যাথলেটিক্সের নানা ইভেন্ট আয়োজন করা হয়।

এক নজরে দেখে নেবো অ্যাথলেটিক্সে প্রথম দিনের ফলগুলো

(০১) ম্যারাথন (পুরুষ)

১ম মো. ফরিদ মিয়া বাংলাদেশ সেনাবাহিনী ২:৪৬:৩৮ ঘন্টা
২য় মো. ফিরোজ খাঁন বাংলাদেশ সেনাবাহিনী ২:৪৬:৪০ ঘন্টা
৩য় মো. কামরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনী ২:৫৭.৫০ ঘন্টা

(০২) হ্যামার থ্রো (পুরুষ)
১ম মো. মাহফুজ হাসান বাংলাদেশ নৌবাহিনী ৫০.৮৫ মি.
২য় মো. শফিকুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনী ৪৮.৭৪ মি.
৩য় মো. জুয়েল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনী ৪৪.২৯ মি.

(০৩) ১৫০০ মিটার দৌড় (পুরুষ)
১ম মো. আল আমিন (২) বাংলাদেশ সেনাবাহিনী ৪:০৮.১০ মিনিট
২য় মো. কামরুল হাসান বাংলাদেশ সেনাবাহিনী ৪:১০.৩০ মিনিট
৩য় সেলিম বাংলাদেশ জেল ৪:১০.৪০ মিনিট

(০৪) ১৫০০ মিটার দৌড় (মহিলা)
১ম শামসুন্নাহার বাংলাদেশ নৌবাহিনী ৪:৫৯.৪০ মিনিট
২য় রিংকি বিশ্বাস বাংলাদেশ নৌবাহিনী ৫:০১.৬০ মিনিট
৩য় মোছা. পাপিয়া খাতুন বাংলাদেশ সেনাবাহিনী ৫:০৭.৮০ মিনিট

(০৫) শটপুট (পুরুষ)
১ম এম ইব্রাহিম বাংলাদেশ নৌবাহিনী ১৪.৫১ মি.
২য় ইমতিয়াজ বাংলাদেশ পুলিশ ১৩.৯৯ মি.
৩য় এম গোলাম সরোয়ার বাংলাদেশ নৌবাহিনী ১৩.৮১ মি.

(০৬ ) হাই জাম্প (মহিলা)
১ম মোছা. রিতু আক্তার বাংলাদেশ সেনাবাহিনী ১.৬৯ মি.
২য় উম্মে হাফসা রুমকি বাংলাদেশ নৌবাহিনী ১.৬৯ মি.
৩য় রত্না খাতুন বাংলাদেশ নৌবাহিনী ১.৬০ মি.

(০৭) শটপুট (মহিলা)
১ম শ্রাবণী মল্লিক আনসার ও ভিডিপি ১১.৯৩ মিটার
২য় মোছা. মরিয়ম আক্তার বাংলাদেশ সেনাবাহিনী ১০.৫৮ মিটার
৩য় রিমা আক্তার গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা ১০.৪৪ মিটার

(৮) হাইজাম্প (পুরুষ)
১ম মাহফুজুর রহমান বাংলাদেশ নৌবাহিনী ২.০৫ মিটার
২য় মো. মাসুদ রানা (২) বাংলাদেশ সেনাবাহিনী ২.০০ মিটার
৩য় মো. স্বপন বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনী ২.০০ মিটার

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh