• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রানার্স-আপদের নিয়েই চ্যাম্পিয়ন বাংলাদেশের শিরোপা উৎসব

আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ১০:৪৬
Bangabandhu Cup 2021 International Kabaddi Tournament, rtv online
ছবি-কাবাডি ফেডারেশন

বাঁশি বাজানোর পর পরই জয় গ্যালারিতে থাকা দর্শকদের উল্লাসের শব্দে টের পাওয়া গেল বাংলাদেশ চ্যাম্পিয়ন। উৎসবে মেতে উঠে লাল-সবুজের কাবাডি দল। জমকালো রঙিন ভেন্যুতে গানের তালে নাচতে থাকে রানার্স-আপ হওয়া কেনিয়া দলও।

নাচের তালে তালে বাংলাদেশের পতাকা নিয়ে দর্শকদের প্রতি হাত তুলে কৃতজ্ঞতা প্রকাশ করেন তুহিন তরফদার নেতৃত্বাধীন দলটি।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু কাপ ২০২১ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

গুলিস্তানের শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ৩৪-২৮ পয়েন্টে জয় তুলে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

পাঁচ জাতীর এই টুর্নামেন্টে বাংলাদেশ-কেনিয়া ছাড়াও অংশ নেয় নেপাল, শ্রীলঙ্কা ও পোল্যান্ড।

লিগ পর্বে প্রতিটি দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অন্যদিকে প্লে-অফে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপার লড়াইয়ে নামে কেনিয়া।

এদিন আফ্রিকান দলটি প্রথমার্ধে ১৮-১০ এ এগিয়ে ছিল। যদিও শেষ পর্যন্ত চার পয়েন্টের ব্যবধানে জয় পেলো তুহিনের দল।

বাংলাদেশ অধিনায়কই হয়েছেন টুর্নামেন্ট সেরা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের আরদুজ্জামান মুন্সি।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আগামীতে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী তারা।

শিরোপা জয়ী অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমরাই চ্যাম্পিয়ন। তিন মহাদেশের দেশ অংশ নিয়েছিল টুর্নামেন্টে। আমরা একে একে সবাইকে হারিয়েছি।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh