• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুস্তাফিজের সানরাইজার্সের ৯ উইকেটে জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০১৭, ২৩:০৫

কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ১০ উইকেটে হারের শোক কাটিয়ে উঠতে না উঠতেই মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৯ উইকেটে হারলো গুজরাট লায়ন্স।

গেলো বছরে গ্রুপ পর্বের সবার ওপরে ছিল সুরেশ রায়নার দল। তবে এবছর প্রথম দুটি ম্যাচে হেরে গেল ।

রোববার প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ব্যাট করতে নেমে গুজরাট নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ফলে রান রেটও সেভাবে বাড়েনি। প্রথমেই ৫ রানে আউট হন ব্রেন্ডন ম্যাককুলাম। তার উইকেট নেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

এরপরে রশিদের অসাধারণ স্পিনের শিকার হন সুরেশ রায়না (৫) ও অ্যারন ফিঞ্চ(৩)।

ওপেনিংয়ে নেমে জেসন রয় (৩১) ও পরের দিকে দীনেশ কার্তিক (৩০) ও ডোয়েন স্মিথ (৩৭) কিছুটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও রান রেট সেভাবে বাড়াতে পারেনি গুজরাত। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে সুরেশ রায়নার দল।

জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ প্রথমে শিখর ধাওয়ানকে (৯) হারালেও ডেভিড ওয়ার্নার ও মোয়েস এনরিকের পার্টনারশিপ হায়দ্রাবাদকে সহজ জয় এনে দেয়।

শেষ পর্যন্ত ওয়ার্নার ৭৬ রানে ও এনরিকে ৫২ রানে অপরাজিত থাকেন। ২৮ বল বাকী থাকতে ম্যাচ জেতে হায়দ্রাবাদ।

সংক্ষিপ্ত স্কোর:

গুজরাট লায়ন্স: ১৩৫/৭ (২০ ওভার)

সানরাইজার্স হায়দ্রাবাদ: ১৪০/১ (১৫.৩ ওভার)

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh