logo
  • ঢাকা শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ৩ বৈশাখ ১৪২৮

টেস্ট মর্যাদা পাওয়ায় নারী দলকে অভিনন্দন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

ছবি- সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য নিঃসন্দেহে অনেক বড় প্রাপ্তি। ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্ট স্ট্যাটাসও পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে শুক্রবার।

এমন খবরে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। শুক্রবার অভিনন্দন বার্তায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে প্রতিও অভিনন্দন জানান তিনি।

‘মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়া বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এটি আমাদের জন্য এক অসাধারণ অর্জন। মুজিব বর্ষে নারী ক্রিকেটারদের এ সাফল্য বিশ্বব্যাপী বাঙালি নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই কারন, আমাদের ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী সর্বদাই নারী খেলোয়াড়দের উৎসাহ সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে চলেছেন।’

জাহিদ আহসান আরও বলেন, ‘আমি বিশ্বাস করি আগামী দিনে নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জ্বল ঐতিহ্য রচনা করবে।’

এমআর/

RTV Drama
RTVPLUS