• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কলকাতার হয়ে ২৫ উইকেটে পেতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২১, ১৮:১৬
সাকিব আল হাসান

সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলবেন ১৪তম আসর। এর আগে কলকাতার হয়ে খেলেছিলেন দুটি আসরে। দলটির শিরোপা জেতাতেও সাকিবের ছিল গুরুত্বপূর্ণ অবদান।

২০১১ আর ২০১৭ সালে কলকাতার হয়ে খেলার পর ২০২১ সালে এসে আবারও ফিরেছেন পুরনো দলে। এ নিয়ে কলকাতা নাইট রাইডার্স শিবিরে উচ্ছ্বাসের সীমা নেই, নেই সাকিবেরও।

শুক্রবার কেকেআর-এর ইন্সটাগ্রামে লাইভে এসেও উচ্ছ্বাস প্রকাশ করেন ওয়ানডের সেরা অল-রাউন্ডার।

প্রায় আধঘণ্টার আড্ডায় অনেক প্রশ্নের উত্তর দেন ভক্তদের। এ সময় সাকিবকে জিজ্ঞেস করা হয়, এই আসরে ৫০০ রান নিতে চান নাকি ২৫ উইকেট নিতে চান।

জবাবে সাকিব বলেন, ‘২৫ উইকেটের বেশি নিতে চাই অবশ্যই। ৫০০ রান করাটা অনেক বড় ব্যাপার। পাঁচশ রান করে আপনি ট্রফি জেতার নিশ্চয়তা দিতে না পারলেও ২৫ উইকেট পেলে ট্রফি জেতা সম্ভব। তাই আমি ২৫ উইকেট নিতে চাই।’

কলকাতার হয়ে দুটি আসর ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৬টি আসর খেলেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। আট আসরে সব মিলে ৬৩টি ম্যাচে মোট উইকেট নিয়েছেন ৫৯টি। সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন ২০১৮ সালের আসরে। ব্যাট হাতে ৪৬ ইনিংসে সাকিবের আছে ২১.৩১ গড়ে ৭৪৬ রান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh