• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আবারও পিছিয়ে গেল নারী অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২১, ১৫:৫৪
আইসিসি

করোনার দ্বিতীয় ঢেউ ভালোই প্রভাব ফেলেছে গোটা বিশ্বে। শুরুর মতো এবারও এলোমেলো হয়ে যাচ্ছে সব। বৈশ্বিক ক্রীড়া সূচিতেও পড়ছে এর প্রভাব।

গত বছর পরিবর্তন হয় বিশ্বকাপ টি-টোয়েন্টির সূচি। পরিবর্তন হয় ওয়ানডে বিশ্বকাপের সূচিও। একই অবস্থা হয়েছিল মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের প্রথম আসরের সূচিতেও। সেটা আবারও পিছিয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হবার কথা ছিল মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেবার করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছিল আসর।

আবার আবারও সেই পুরনো অবস্থা। করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্টটি দ্বিতীয়বারের মতো স্থগিত করল আইসিসি।

যা চলতি বছরের শেষে অনুষ্ঠিত হবার কথা ছিল। এ বছর টুর্নামেন্ট স্থগিত করা হলেও আইসিসি নিশ্চিত করেছে, ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশেই হবে প্রথম আসর।

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ছাড়াও নারী ২০২২ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের সূচিতেও পরিবর্তন এনেছে আইসিসি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh