• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালে ভর্তি শচীন টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২১, ১৪:৫৪
শচীন টেন্ডুলকার

সাবেক তারকাদের নিয়ে ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ খেলার পর করোনাভাইরাসে আক্রান্ত হন শচীন টেন্ডুলকার। এরপর এক সপ্তাহ পার হয়ে গেলেও স্বাস্থ্য সতর্কতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

শুক্রবার হাসপাতালে ভর্তি হওয়ার কথা টুইট করে জানান ভারতীয় এই সাবেক তারকা। তবে আশা করছেন দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কোভিড পজিটিভ হবার পর থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় আইসোলেশনে ছিলেন তিনি।

‘আমার জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ও সতর্কতা হিসেবে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারব। সবার জন্য শুভকামনা, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সব ভারতীয় ও আমার সতীর্থদের বিশ্বকাপ জয়ের দশকপূর্তির শুভেচ্ছা জানাই।’

আরও পড়ুন...করোনায় রেকর্ড আক্রান্ত, লকডাউনের চিন্তা

ভারতের রায়পুরে ওয়ার্ল্ড সিরিজ চলাকালীন সময়েই কিছুটা উপসর্গ দেখা দেয় শচীনের। এরপর গত শনিবার কোভিড-১৯ পজিটিভ হন টেন্ডুলকার।

শচীনের পর ওই টুর্নামেন্ট খেলা ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ ও ইরফান পাঠানও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh