• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ট্রফি হারের তিক্ত স্বাদ নিয়ে ফিরল জামালরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২১, ১৮:৫৪
bangladesh football fedartion, rtv online
ছবি: বাফুফে

নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। ফাইনালে স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হেরে ট্রফি হাত ছাড়া হয় জামাল ভূঁইয়াদের।

দেশের বাইরে দীর্ঘ ১৫ বছর পর ফাইনালে উঠে বাংলাদেশ, সুযোগ আসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ট্রফি জয় করে দেশে ফেরার কিন্তু দেশ বাসিকে হতাশ করে জামাল-জিকোরা।

ফাইনালে হতাশাজনক পার্ফরমেন্স উপহার দিয়ে নেপালের কাছে ২-১ গোলে হেরে যায় লাল-সবুজরা।

ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষ করে আজ (বৃহস্পতিবার) দুপুরে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল।

দুপুর দেড়টায় কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে রওনা হয়ে বিকেল সাড়ে তিনটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি।

দলের সঙ্গে প্রধান কোচ জেমি ডেও ফিরেছেন। আগামী ৪ এপ্রিল লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে এই ইংলিশ কোচ।

তার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন জেমি ডে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh