• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

১০ ওভারে কিউইরা নাচিয়ে ছাড়ল টাইগার বোলারদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২১, ১৫:০৩
ফিন করেছেন ২৯ বলে ৭১ রান

বৃষ্টি বাধা অতিক্রম করে ম্যাচ শুরু হয়েছে দুই ঘণ্টা পর। তাতে অবশ্য দুই দলেরই দশ ওভার করে কমেছে। পাওয়ার-প্লে হয়ে যায় ৩ ওভারের।

বাংলাদেশ টি-টোয়েন্টির সপ্তম অধিনায়ক হিসেবে অভিষেকে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন লিটন দাস। টাইগার একাদশে আসে তিন পরিবর্তন, মিঠুন, সাইফউদ্দিন এবং মাহমুদউল্লাহ'র বদলে জায়গা হয়েছে মোসাদ্দেক, শান্ত ও রুবেলের।

বোলিংয়ে নেমে কিউই দুই ওপেনারের বিস্ফোরক ব্যাটিংয়ে দিশেহারা হতে হয়েছে টাইগার বোলারদের। নিউজিল্যান্ডের ওপেনিং জুটিই তোলে ৫.৪ ওভারে ৮৫ রান। মার্টিন গাপটিলকে ৪৪ (১৯) রানে সাজঘরে ফেরান মেহেদী হাসান।

গাপটিল ফিরলেও আরেক ওপেনার ফিন অ্যালেন তুলে নেন ১৮ বলে অর্ধশতক। দলীয় একশ রান উঠে মাত্র ৬.৫ ওভারে। গাপটিলের পর বিধ্বংসী হয়ে ওঠার আগে গ্লেন ফিলিপসকে ১৪ (৬) রানে ফেরান শরিফুল ইসলাম।

তবে ফিন অ্যালেনের একার রাজত্বে ১০ ওভারে ৪ উইকেটে ১৪১ রান তুলেছে নিউজিল্যান্ড। ফিন করেছেন ২৯ বলে ৭১ রান।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন শরিফুল (২১) ও মেহেদী (৩৪) ও তাসকিন (২৬)। এছাড়া ২ ওভার করে রুবেল ৩৩, নাসুম ২৯ রান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh