• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লিটনের নেতৃত্বে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২১, ১৩:৫৬
ছবি- টুইটার

বৃষ্টি শেষ, শুরু হচ্ছে ম্যাচ। অকল্যান্ডের ইডেন পার্কে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মাঠে নামার অপেক্ষা বাংলাদেশ-নিউজিল্যান্ডের।

ইডেনপার্কে বাংলাদেশ সময় দুপুর ১২টায় টস হবার কথা থাকলেও সেটি হয়েছে ১টা ৫৫ মিনিটে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছে দশ ওভারে। পাওয়ার-প্লে রাখা হয়েছে ৩ ওভার।

এই ম্যাচে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাওয়া চোট সেরে ওঠেনি বলেই তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। দলে এসেছে তিন পরিবর্তন। মিঠুন, সাইফউদ্দিন এবং মাহমুদউল্লাহ'র বদলে জায়গা হয়েছে মোসাদ্দেক, শান্ত ও রুবেলের।

এরইমধ্যে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচের আগে তিন ফরম্যাট মিলে কিউইদের বিপক্ষে তাদের মাটিতে ৩১টি ম্যাচে হেরেছে বাংলাদেশ।

লিটন দাসের কাঁধে ভর করে বাংলাদেশ দলের ভাগ্য বদলায় কী না সেটাই এখন দেখার অপেক্ষা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh