• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সৌম্য ঝড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২১, ১৫:৩৬
Soumya Sarkar, Mar 30 2021, Bangladesh tour of New Zealand, rtv online
সৌম্য সরকার || ছবি- সংগৃহীত

নেপিয়ারের ম্যাকলিন পার্কে দুই দফা বৃষ্টির পর খেলা শুরু হয়েছে। টস হেরে ব্যাট করে ১৭ ওভার ৫ বলে ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৭০ রান।

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ফিরে যান লিটন দাস। ৫ বলে ৬ রান করে বিদায় নেন হ্যামিশ বেনেটের বলে।

ওপেনার নাইম শেখের সঙ্গে যোগ দিয়ে দ্রুত রান তোলায় মনোযোগ দেন সৌম্য সরকার।

তিনটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে তুলে নেন অর্ধশতক।

মাত্র ২৭ বলে ৫১ রান করে ফিরেছেন সৌম্য সরকার। টিম সাউদির বলে অ্যাডাম মিলনের হাতে ক্যাচ দিয়ে বিদয় নেন তিনি।

২৯ বলে ৩১ রান করে ক্রিজে আছেন মোহাম্মদ নাইম। ১০ ওভার ১ বল পর ২ উইকেটে বাংলাদেশের রান ৯৪ রান।

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্রাইল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোদি, হ্যামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন মাইলফলক স্পর্শ করলেন সৌম্য সরকার
বিতর্কিত নট-আউট নিয়ে যা বললেন সৌম্য সরকার
X
Fresh