• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের লক্ষ্য নিয়ে বিভ্রান্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২১, ১৪:৩৮
Mar 30 2021, Bangladesh tour of New Zealand, rtv online taskin ahmed
ছবি- টুইটার

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৭০ রান। দুই দফা বৃষ্টির কারণে বন্ধ থাকার পর ৪ ওভার তথা ২৪ বল কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ এই রান তাড়া করতে হলে মাহমুদুল্লাহ রিয়াদের দল পাচ্ছে ৯৬ বল তথা ১৬ ওভার।

মঙ্গলবার ম্যাচ অফিসিয়ালদের বরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল ১৬ ওভারে ১৪৮ রান করতে হবে টাইগারদের। যদিও পরে তা ১৭০ রান করা হয়েছে বলে জানানো হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি ম্যাচে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টাইগাররা

নেপিয়ারের ম্যাকলিন পার্কে চতুর্থ ওভারের শেষ বলে তাসকিন আহমেদের কাছে ধরা দিয়ে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। ১০ বলে ১৭ রান করে ফিরে যান তিনি।

দলীয় ৫৫ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন আরেক ওপেনার মার্টিন গাপটিল। ১৮ বলে ২১ রান করে গাপটিল।

অন্যদিকে ৯ বলে ১৫ রান করা ডেভন কনওয়েকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম।

১৭ বলে ১৪ রান করা উইল ইয়ং ফেরেন মেহেদী হাসানের বলে স্ট্যাম্পিং হয়ে। ১৩তম ওভারের দ্বিতীয় বলে চার উইকেটে কিউইদের রান ছিল ১০২। এমন সময় বৃষ্টির হানায় ২৫ মিনিট খেলা বন্ধ ছিল।

অন্যদিকে খেলা শুরু হলে ৮ বলে ৭ রান করে মেহেদীর হাতেই ধরা পড়েন মার্ক চ্যাপম্যান।

১৭ ওভার ৫ বলে আবারো বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ৩১ বলে ৫৮ রান করেন গ্লেন ফিলিপস। তার সঙ্গে ১৬ বলে ৩৪ রান করে ক্রিজে ছিলেন ড্রাইল মিচেল।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট তুলেন মেহেদী হাসান। একটি করে উইকেট তুলেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ

মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্রাইল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোদি, হ্যামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
শিলাবৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা
বৃষ্টির সঙ্গে পড়ল ২৫০ গ্রাম ওজনের শিলা
X
Fresh