• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাশরাফিকে নিয়ে গান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৭, ১১:৩৩

মাশরাফি বিন মর্তুজা টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। স্বল্পদৈর্ঘ্যর ফরমেটে জাতীয় দলে জার্সি গায়ে এ লড়াকু ক্রিকেটারকে আর দেখা যাবে না।

এমন সময় মাশরাফির প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে 'মাশরাফি' নামে গানের লিরিক্যাল ভিডিও প্রকাশ হলো।

শনিবার সন্ধ্যায় ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। এর উদ্যোক্তা ও গীতিকার রবিউল ইসলাম জীবন।

গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন রুম্মান চৌধুরী। কণ্ঠ দিয়েছেন আবরার রহমান সিয়াম।

'সময়ের পোস্টারে লিখে যাও তুমি বাংলাদেশের নাম, হৃদয় গভীর থেকে জানাই তোমায় হাজারো সালাম। তুমি জেতো, তুমি জেতাও, তুমি বোঝে বিজয়ের ভাষা। মাশরাফি মাশরাফি তুমি কোটি প্রাণের আশা, মাশরাফি মাশরাফি তুমি লাল-সবুজের ভালোবাসা' এমন সুন্দর কথা নিয়ে গানটি তৈরি হয়েছে।

এ ব্যাপারে জীবন বলেন, মাশরাফি ভাইকে নিয়ে প্রায় দুই বছর আগে গানটির কথা লিখি। তিনি পড়ে পছন্দ করেন। এরপর সুর ও সঙ্গীতায়োজন করে গানটি শোনানো হয়। তিনি মন দিয়ে শোনেন ও ভালোলাগার কথা জানান।

তিনি আরো বলেন, অফিসিয়াল ভিডিওর অপেক্ষায় এতোদিন গানটি প্রকাশ করা হয়নি। কিন্তু টি-টোয়েন্টি থেকে বিদায়ের দিনে মাশরাফির প্রতি সম্মান জানাতে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ হলো। আমার বিশ্বাস মাশরাফি ভক্তরা গানটি পছন্দ করবেন।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
X
Fresh