• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পোল্যান্ডের পর কেনিয়াকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ মার্চ ২০২১, ২২:৪৯
বাংলাদেশ-৩২, কেনিয়া-২৯

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। উদ্বোধনি দিনে পোল্যান্ডকে হারানোর পর সোমবার কেনিয়াকে ৩২-২৯ পয়েন্টে হারিয়েছে।

নেপাল না আসায় সূচিতে পরিবর্তন আসে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির। ফলে কেনিয়ার সঙ্গে লড়তে হয় বাংলাদেশকে

খেলার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’দলের মধ্যে। প্রথম দিকে ০-২ পয়েন্টে পিছিয়ে পড়েও স্বাগতিকরা সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াতে থাকে।

রেইডে পয়েন্ট আসতে থাকে, কেনিয়ার ক্যাচারদেরও আটকে রাখতে থাকে তুহিন তরফদার বাহিনী। ফলে প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১৩-১১ পয়েন্টে এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও অভিজ্ঞতার দরুন এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তবে খেলার শেষ দিকে পয়েন্টের ব্যবধানে ফের পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২৫-২৫, ২৬-২৬ পয়েন্টেও সমান থাকে। শেষ পর্যন্ত সব শঙ্কা দূর করে জয় নিয়ে ম্যাট ছাড়ে লাল সবুজরা।

এদিন নির্দেশনা ছাড়াই ম্যাটে ঢুকে পড়ায় লাভেহিয়েন ওগোটাকে গ্রিন কার্ড দেখিয়ে সতর্ক করে দেন রেফারি। এর আগে অন্য ম্যাচে শ্রীলংকা ৪৫-১৬ পয়েন্টে পোল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পায়।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
X
Fresh