• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ

স্পোর্টশ ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মার্চ ২০২১, ১৮:৫৯
ছবি- সংগৃহীত

নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে কিরগিজস্তান অলিম্পিক দলের। মঙ্গলবার আসরের প্রথম ম্যাচে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে খেলতে নেমেছে দুই দল। ম্যাচের প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ গোলে। ম্যাচের ৪০ মিনিটে কিরগিজদের আত্মঘাতী গোলে লিড পায় বাংলাদেশ।

গোলপোস্টের ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে সাদ উদ্দিন গোলপোস্টে বল মারলে সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন কিরগিজ ডিফেন্ডার কুমারবাজ উলু বাইমান।

হতে পারত আরো একটি গোল। ম্যাচের ১৮ মিনিটের মাথায় অধিনায়ক সোহেল রানার শট ডি বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা কিরগিজ ডিফেন্ডারের হাতে লাগলেও সেটি খেয়াল করেননি নেপালি রেফারি।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, সোহেল রানা (অধিনায়ক), বিশ্বনাথ ঘোষ, হাবিবুর রহমান সোহাগ, সাদ উদ্দিন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh