• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জেনে নিন ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মার্চ ২০২১, ১৫:৪৫
bangladesh football, nepal, rtv online
ছবি- বাফুফে

ত্রিদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই খেলবে বাংলাদেশ জাতীয় ফুটব দল। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ, নেপাল ছাড়াও অংশ নিচ্ছে কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩ দল।

মঙ্গলবার ২৩ মার্চ শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ২৯ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে। রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বসবে ম্যাচগুলো।

ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শুরু হবে সব ম্যাচ।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান অলিম্পিক দল। ২৫ মার্চ স্বাগতিক নেপাল খেলবে কিরগিজস্তান অলিম্পক দলের বিপক্ষে। ২৭ মার্চ লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিকরা। ২৯ মার্চ শীর্ষে থাকা দুই দল শিরোপার লড়াইয়ে নামবে।

করোনা পরবর্তী ফুটবলে নেপালের বিপক্ষেই ফিরেছিল বাংলাদেশ। গেল বছর হিমালয়ের দেশটিকে আতিথেয়তা দেয় জেমি ডে’র শিষ্যরা। এরপর কাতারের বিপক্ষে তাদের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে অংশ নেয় জামাল ভূঁইয়ারা।

ত্রিদেশীয় টুর্নামেন্টের সূচি

২৩ মার্চ

বাংলাদেশ বনাম কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩

২৫ মার্চ

নেপাল বনাম কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩

২৭ মার্চ

বাংলাদেশ বনাম নেপাল

২৯ মার্চ

ফাইনাল

পয়েন্ট টেবিলে ১ নম্বর দল বনাম ২ নম্বর দল

প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh