• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘পাপন ভাই ক্রিকেট বোঝেন, আমাদের চিন্তা মিলে যায়’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ মার্চ ২০২১, ১০:৪৯
nazmul hasan shakib al hasan ipl bcb akram khan, rtv online
নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিব আল হাসান || ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানকে নিয়ে সমালোচনা করেছেন সাকিব আল হাসান। পাশাপাশি বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনেরও প্রশংসাও করেছেন তিনি।

সম্প্রতি ফেসবুক লাইভে এক সাক্ষাৎকারে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হিসেবে আকরামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন সাকিব।

তিনি বলেন, ‘ক্রিকেট অপারেশনস জাতীয় দল নিয়ে কী কাজ করেছে, কী প্ল্যান করছে? তাদের ব্যর্থতা বা সাফল্য কী? আকরাম ভাই তো অনেক গাটসি (সাহসী) মানুষ, এর আগে উনি পদত্যাগও করেছেন। ব্যর্থতার দায় তো তার ওপরও পড়ে, নাকি?’

অন্যদিকে বিসিবি প্রধানের প্রশংসা করে সাকিব বলেন, ‘আমরা সবসময় পাপন ভাইকে দোষ দেই। পাপন ভাই আমার কাছে মনে হয় যত বেশি চিন্তা করে, ওত বেশি চিন্তা খুব কম মানুষই আছে ক্রিকেট বোর্ডে করে। সুজন ভাইও করে। তার ফলটাও আমরা দেখতে পাচ্ছি। যুবদল ভালো করছে। এই দু’জন ছাড়া ক্রেডিট দেয়ার মানুষ তো দেখি না, যারা আসলে ক্রিকেটটা নিয়ে ভাবছে।’

এমন সব মন্তব্যের প্রেক্ষিতে সিনিয়র সাংবাদিক উৎপল শুভ্র সাকিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। ফোনআলাপটি তুলে ধরেছেন নিজের ওয়েবসাইটে ‘উৎপলশুভ্রডটকম’ এ।

সাকিবের কাছে প্রশ্ন রাখা হয়, ‘আপনি যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের খুব প্রশংসা করলেন; কেউ যদি বলে, আপনি এটা বলেছেন আসল জায়গাটা ঠিক রাখার উদ্দেশ্যে। যাতে আপনার শাস্তি-টাস্তি না হয়।’

জবাবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি কাউকে খুশি করতে কিছু বানিয়ে বলতে পারি না। আমি পাপন ভাই আর সুজন ভাইয়ের প্রশংসা করেছি। সুজন ভাই ডেভেলপমেন্টে ভালো কাজ করছেন। এই যে আন্ডার নাইনটিন টিমটা ওয়ার্ল্ড কাপ জিতল, ওদের দেখাশোনা তো সুজন ভাই-ই করেছেন। আলাদা করে রেখেছেন, অনেকগুলো ট্যুরে পাঠিয়েছেন। ২০টার জায়গায় ৫টা ট্যুর করলে ওরা হয়তো ওয়ার্ল্ড কাপ জিততে পারত না।’

ক্রিকেট বোর্ডের সভাপতির প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে ক্রিকেট নিয়ে আমার যে পরিমাণ কথা হয়, তাতে আমি বুঝতে পারি, তার ভালো কিছু করার ইচ্ছা আছে। সবারই লিমিটেশন থাকে, তবে ইচ্ছাটাই হলো আসল। আমরা প্লেয়ারদের ক্ষেত্রে বলি না যে, ইনটেন্টটা ঠিক আছে কি না। পাপন ভাইয়ের ইনটেনশনটা ভালো। তিনি এমপি, বেক্সিমকো ফার্মার মতো বড় একটা প্রতিষ্ঠান চালান, তারপরও ক্রিকেটে যে পরিমাণ সময় দেন, এ থেকেই তো ওনার সদিচ্ছাটা বোঝা যায়। ওনার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা থেকে বলতে পারি, উনি ক্রিকেটটাও ভালো বোঝেন। ওনার সঙ্গে আমার টিম নিয়ে অনেক চিন্তাই মিলে যায়।’

নাজমুল হাসান পাপন প্রকাশ্যে দলে পরিবর্তনের কথা বলে থাকেন। টস জেতার পর অধিনায়কদের সিদ্ধান্ত নিয়েও মন্তব্য করতে দেখা যায়। বিসিবি প্রধান হিসেবে বিষয়টি উচিৎ?

এমন প্রশ্ন শুনে সাকিব বলেন, ‘এসব আসলে তিনি ক্রিকেট খুব ভালো বাসেন বলে বলেন। হারলে খুব কষ্ট পান।’

উৎপল শুভ্র সাকিবকে বলেন, ‘আপনি খুব চালাক, সব সময়ই দেখেছি, সব বোর্ড প্রেসিডেন্টের সঙ্গেই আপনার খুব ভালো সম্পর্ক...’

কথাটি শোনার পর বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির উদাহরণ দেন সাকিব।

‘বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক তো ভালো থাকারই কথা, তাই না? মেসিকে দেখেন, বার্সার সব প্রেসিডেন্টের সঙ্গেই তো ওর ভালো সম্পর্ক। শুধু গতবারেরটা (জোসেপ মারিয়া বার্তেমেউ) ছাড়া। নতুন প্রেসিডেন্ট (জোয়ান লাপোর্তা) এসে কী করেছেন, মেসিকে হাতে পায়ে ধরে হলেও বার্সায় রাখতে চেয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটাই তো স্বাভাবিক।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
বিসিবির সিদ্ধান্তে একমত সুজন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
X
Fresh