• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লিওঁকে এক হালি গোল দিয়ে শীর্ষে পিএসজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ মার্চ ২০২১, ০৯:৪৭
PSG is at the top with one goal
পিএসজি

লিওঁকে ৪-২ গোল হারিয়ে জয়ের পথে ফিরেছে পিএসজি। এতে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মাওরিসিও পচেত্তিনোর দল।

রোববার রাতে ১৫ মিনিটের মাথায় ফরাসি ফরোয়ার্ডে কিলিয়ান এমবাপে প্রথম গোল করেন। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। প্রেসনেল কিম্পেম্বের ক্রসে ডি-বক্সে মার্কিনিয়োসের হেড পাসে প্রথম স্পর্শে ডান পায়ের জোরালো শটে দ্বিতীয় গোল দেন দানিলো পেরেইরার।

এরপরই দুই দলই সমান আক্রমণ করতে থাকে। বিরতির পরও আধিপত্য ধরে রাখে পিএসজি। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে ফ্রি-কিকে স্কোরলাইন ৩-০ করেন দি মারিয়া। এরপরই ৫২ মিনিটে ডি-বক্সের মাথা থেকে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। ৪-০তে এগিয়ে যায় পিএসজি।

লিওঁর হয়ে ৬২ মিনিটে প্রথম গোলটি করেন আলজেরিয়ার ফরোয়ার্ড ইসলাম স্লিমানি। এরপরই ৮১ মিনিটে মাক্সওয়েল করনেট দ্বিতীয় গোল করে ব্যবধান কমাতে পারেনি।

চলতি মৌসুমে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা এমবাপের গোল হলো ২৫ ম্যাচে ২০টি। দ্বিতীয় স্থানে থাকা লিওঁর মেমফিস ডিপাইয়ের চেয়ে ৬টি বেশি।

৬২তম মিনিটে ব্যবধান কমায় লিওঁ। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন আলজেরিয়ার ফরোয়ার্ড ইসলাম স্লিমানি।

এমবাপের বদলি হিসেবে ৭০তম মিনিটে মাঠে নামেন নেইমার। গত ১০ ফেব্রুয়ারি ফরাসি কাপের শেষ বত্রিশে ওঠার পথে কঁয়ের বিপক্ষে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি।

নির্ধারিত সময়ের নয় মিনিট বাকি থাকতে আরেকটি গোল শোধ করেন মাক্সওয়েল।

৩০ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৬৩। ৬০ পয়েন্ট নিয়ে তিনে আছে লিওঁ।

এমআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
রাতে মাঠে নামছে ব্রাজিল
নেইমারের মাঠে ফেরা নিয়ে যা বললেন চিকিৎসক লাসমার
এমবাপ্পের নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পিএসজি
X
Fresh