• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ম্যানইউকে হারিয়ে ৩৯ বছর পর সেমিতে লেস্টার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ মার্চ ২০২১, ০৮:৫২
Leicester in the semis 39 years after losing to Manchester United
লেস্টার সিটি

ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ৩৯ বছর পর এফএ কাপের সেমিফাইনালে উঠলো লেস্টার সিটি।

রোববার কিং পাওয়ার স্টেডিয়ামে ২৪ মিনিটের মাথায় লেস্টারের ফরোয়ার্ড কেলাচি ইহেনাচো ফাঁকা জালে প্রথম গোল করেন।

এরপরই দুই দলই সমান আক্রমণ করতে থাকে। ৩৮ মিনিটে ম্যান ইউকে সমতায় ফেরান ম্যাসন গ্রিনউড। ১২ গজ দূর থেকে জোরালো শট দিয়ে গোল আদায় করেন এই ইংলিশ ফরোয়ার্ড। এতে ১-১ গোল নিয়ে প্রথমার্ধে মাঠ ছাড়ে দুই দল।

বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে ইউরি টিলেমানসের গোলে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। নিচু শটে বল জালে পাঠান বেলজিয়ান এই মিডফিল্ডার।

ম্যাচের ৭৮ মিনিটে দ্য ফক্সেসের হয়ে ইহেনাচো তার দ্বিতীয় গোল তুলে নেন। শেষ পর্যন্ত স্কোরলাইনে ৩-১ করে মাঠ ছাড়ে লেস্টার।

১৯৮২ সালের পর প্রথমবার এফএ কাপের সেমিফাইনালে উঠল লেস্টার। শেষ চারে তাদের প্রতিপক্ষ সাউথ্যাম্পটন।

দিনের অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে চেলসি। শেষ চারে তারা খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

এমআই/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের এফএ কাপের ফাইনালে সিটি
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র
এফএ কাপসহ টিভিতে আজকের খেলা
X
Fresh