• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নেপাল যাচ্ছেন জামাল, করোনায় বাদ রহমত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ মার্চ ২০২১, ১৯:০৭
Jamal is going to Nepal, except for Rahmat in Corona
জাতীয় ফুটবলের দলের ম্যানেজার ইকবাল হোসেন

সোমবার জাতীয় দলের সঙ্গে যোগ দিতে নেপাল যাবেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আর করোনা নেগেটিভ হয়েও হিমালয়ের দেশে যাওয়ায় হচ্ছে না ডিফেন্ডার রহমত মিয়ার।

রোববার জাতীয় ফুটবলের দলের ম্যানেজার ইকবাল হোসেন এক ভিডিও বার্তায় জানান, ‘সব ছেলেরা সুস্থ আছে। সকালে তারা অনুশীলন করেছে। বিকেলে হোটেলে জিম, সুইমিং এবং অনুশীলন করেছে। সবাই ভালো আছে। আগামী ২২ মার্চ সোমবার নেপাল যাবেন জামাল ভূঁইয়া। তার কোভিড টেস্ট নেগেটিভ হয়েছে। এজন্য জামাল আগামী কালই যোগ দিবেন।’

তিনি আরো যোগ করেন, ‘ডিফেন্ডার রহমত মিয়া আগের দুই পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে। তবে আজ সকালে তৃতীয় পরীক্ষায় নেগেটিভ এসেছে। কিন্তু দুইবার পজিটিভ এবং একবার নেগেটিভ হওয়ার পরে তাকে বিশ্রামে দেওয়া হয়েছে।

আগামী ২৩ মার্চ মঙ্গলবার কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে নামবে বাংলাদেশ দল। লিগের শেষ ম্যাচ ২৭ মার্চ হবে নেপালের বিপক্ষে। তিন জাতির এই টুর্নামেন্টের আগামী ২৯ মার্চ সোমবার ফাইনাল হবে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh