• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যেসব চ্যানেলে দেখাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ মার্চ ২০২১, ১৮:৩৪
The channels that will show Bangladesh-New Zealand match
বাংলাদেশ-নিউজিল্যান্ড

শনিবার ২০ মার্চ ওয়ানডে সিরিজে দিয়ে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে টাইগাররা মাঠে নামা মানে সারাদেশের চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। তবে এবার খেলা দেখা যাবে ৪ ভাবে।

বিটিভিতে দেখা যাবে খেলা। একই সাথে কনসোর্টিয়াম প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের জন্য সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে গাজী টিভি (জিটিভি) ও বাংলাদেশের স্পোর্টস ভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস ও টাইগার ও কিউদের খেলা দেখা যাবে। টিভির পাশাপাশি অনলাইনে ম্যাচ উপভোগ করতে চাওয়া দর্শকেরা ইউটিউবে র‍্যাবিটহোলবিডি চ্যানেলে দেখা যাবে সিরিজটি।

আরও পড়ুন : মোদিকে বাংলাদেশে ঢুকতে না দেয়ার ঘোষণা দিলেন তারা

আগামী ২০ মার্চ শনিবার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজটি। শুরুতে ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল।

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

ওয়ানডে সিরিজ :

১ম ওয়ানডে : ২০ মার্চ, ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন ( ভোর ৪ টায়)

২য় ওয়ানডে : ২৩ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে ( ভোর ৭ টায়)

৩য় ওয়ানডে : ২৬ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন ( ভোর ৪ টায়)

আরও পড়ুন : গাছ বেয়ে সিংহের খাঁচার কেন ঢুকে পড়লেন ‘সাধুবাবা’ (ভিডিও)

টি-টোয়েন্টি সিরিজ :

১ম টি-টোয়েন্টি : ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন ( ভোর ৭ টায়)

২য় টি-টোয়েন্টি : ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার ( দুপুর ১২ টায়)

৩য় টি-টোয়েন্টি : ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড ( দুপুর ১২ টায়)

এমআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
X
Fresh