• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কাঠমান্ডু পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ মার্চ ২০২১, ১৮:৫৭
ছবি- সংগৃহীত

ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে নেপাল পৌঁছলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় দুপুর সোয়া দুইটায় বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে যাওয়া লাল-সবুজরা কাঠমান্ডু গিয়ে পৌঁছে বিকেল সাড়ে চারটায়।

অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩ দল।

ঢাকা ছাড়ার আগের দিন ২৫ জনের স্কোয়াডে থাকা রাকিব হোসেন করোনা আক্রান্ত হন। যদিও দ্বিতীয় টেস্টে চট্টগ্রাম আবাহনীর এই মিডফিল্ডার নেগেটিভ হন। তাই তাকে নিয়ে কাঠমান্ডু গেল বাংলাদেশ দল।

২৩ মার্চ শুরু হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই খেলবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান অলিম্পিক দল। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে এই ম্যাচ।

২৭ মার্চ লাল-সবুজদের প্রতিপক্ষ নেপাল। ২৫ মার্চ স্বাগতিকরা খেলবে কিরগিজস্তান অলিম্পক দলের বিপক্ষে। ২৯ মার্চ শীর্ষে থাকা দুই দল শিরোপার লড়াইয়ে নামবে।

বাংলাদেশ দল:

গোলরক্ষক

আনিসুর রহমান জিকো, আশরাফুল রানা ও শহীদুল আলম সোহেল।

ডিফেন্ডার

বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান উজ্জ্বল ও হাবিবুর রহমান সোহাগ।

মিডফিল্ডার

জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, মোহাম্মদ আব্দুল্লাহ, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।

ফরোয়ার্ড

মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন, সুমন রেজা, বিপলু আহমেদ, মেহেদী হাসান রয়েল ও মোহাম্মদ জুয়েল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh