• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর জন্মদিনে কাজী সালাউদ্দিনের স্মৃতিচারণ

আরটিভি নিউজ

  ১৭ মার্চ ২০২১, ১৬:৩২
bangladesh football federation, kazi salauddin bangalbadhu, rtv online
ছবি- বাফুফে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে অদ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় নানা কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে নয়টা থেকে মতিঝিলের বাফুফে ভবনে পবিত্র কোরআন খতম।

বাদ জোহর ফেডারেশন সংলগ্ন ঝিলপাড় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

দুপুর আড়াইটার দিকে বাফুফে ভবনে কেক কাটা হয়। যেখানে উপস্থিত ছিলেন সভাপতি কাজী মো. সালাহ উদ্দিন।

এ সময় জাতীর পিতার পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই ফুটবল ব্যক্তিগত স্মৃতিচারণ করেন।

সালাহ উদ্দিন বলেন, ‘দেশ স্বাধীনের একমাত্র কারণ বঙ্গবন্ধু। তার জন্য আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা খুব উচ্ছ্বসিত। আমার সৌভাগ্য আমি তাকে চিনতাম। তার সঙ্গে কয়েকবার খাবার গ্রহণ করার সুযোগ হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা), তার ভাই (শেখ কামাল)। সবাইকে আমি তখন থেকে চিনি। এটা আমার সৌভাগ্য। আমি সৌভাগ্যবান কারণ ফেডারেশনের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছি।’

সদ্য স্বাধীন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইউরোপের জার্মানি থেকে ডেনমার্ক যাওয়ার পথে বিরম্বনায় পড়তে হয়েছিল বাংলাদেশ ফুটবলের এই কিবদন্তিকে। তবে বঙ্গবন্ধুর নামের জন্য পার পেয়ে যান তিনি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ বলেন, ‘১৯৭৩-৭৪ সালের দিকে আমি হ্যামবুর্গ শহর থেকে ট্রেনে যাচ্ছিলাম কোপেনহেগেনের দিকে। যখন সীমান্ত অতিক্রম করছিলাম তখন ইমিগ্রশেন অফিসার পাসপোর্ট দেখে এদিক সেদিক তাকায়, পাসপোর্ট ঘুড়ায়। প্রশ্ন করে বাংলাদেশ হোয়্যার? তিনি চিনতে পারছিলেন না। পারলে আমাকে ট্রেন থেকে নামিয়ে দেন। আমার বিপরীতে একজন ডাচ ভদ্রলোক বসা ছিলেন। ম্যাগাজিন দেখে তিনি ঘটনা দেখলেন। তখন তিনি আমাকে প্রশ্ন করলেন, আর ইউ ফ্রম শেখ মুজিবুর রহমান কান্ট্রি? আমি বললাম ইয়েস, ইয়েস। ইমিগ্রেশন অফিসার বললেন, আই নো শেখ মুজিবুর রহমান। আই নো শেখ মুজিবুর রহমান। সঙ্গে সঙ্গে আমাকে সিল দিলেন। এটাই হচ্ছে আমাদের নেতা।’

কাজী সালাউদ্দিন বলেন, ‘৪০-৪৫ বছর পর এই কথাগুলো যখন বলছি তখন ঘটনাটি আমার চোখে ভাসছে। ইমিগ্রেশনের সিলটা বাংলাদেশের পাসপোর্টে নয় মুজিবুর রহমানের নামে আসছে।’

এদিন উপস্থিত ছিলেন, বাফুফের সিনিয়র সহ- সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ- সভাপতি আতাউর রহমান ভূ্ঁইয়া, সহ - সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, ফিফা'র কার্য্য নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ, ফেডারেশন সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ অনেকে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh