• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অবসর ভাঙিয়ে দলে ফেরানো হলো ইব্রাহিমোভিচকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২১, ১৯:৫৯
ইব্রাহিমোভিচ

জাতীয় দল ঠেকে অবর নিয়েছিলেন সেই কবে। ২০১৬ ইউরো কাপের গ্রুপ পর্বে সুইডেনের বাদ পড়ার পর অবসরের ঘোষ দেন এই সুইডিশ তারকা ফুটবর। এরপর ক্লাব ফুটবলে খেলছেন নিয়মিত।

কিন্তু ৩৯ বছর বয়সেও ইব্রা আনপ্রেডিক্টেবল। লম্বা ক্যারিয়ারে জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা ইব্রা মাতাচ্ছেন ইতালির শীর্ষস্থানীয় সিরি ‘আ’ লিগে মিলানের হয়ে। সিরি ‘আ’র সবশেষ মৌসুমেও ১৪ ম্যাচে করেন ১৪টি গোল।

তার এমন দুর্দান্ত পারফর্মের পর না নিয়ে কী আর পারা যায়! আগামী ২৫ মার্চ জর্জিয়া ও কসোভোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলার জন্য দলে ডাক পড়েছে ইব্রার। এই ম্যাচ ছাড়াও এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সুইডেন। দুই ম্যাচের জন্য ঘোষিত জাতীয় দলে রাখা হয়েছে ইব্রাকে।

তার দলে ফেরার খবরে উচ্ছ্বসিত দলটির কোচ অ্যান্ডারসন। একসময় ইব্রার সঙ্গে বনিবনা না হলেও ইব্রার ফেরায় টুইট করেছেন, ‘দ্য রিটার্ন অব দ্য গড’।

অবসর নেয়ার আগে দেশের হয়ে ১১২ ম্যাচে করেন ৬২টি গোল। ইব্রাকে দলে ফেরানোর পেছনের কারণ অবশ্য তিনি নিজেই। ২০২০ সালে এক সাক্ষাতকারে ইব্রাহিমোভিচ নিজেই দলে ফেরার ইংগিত দেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh