• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ত্রিদেশীয় টুর্নামেন্ট বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি

আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২১, ১৯:৩৬
bff
ছবি- বাফুফে

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে হবে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির মতো বলে মনে করেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।

জুনে ভারত, ওমান ও আফগানিস্তানের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বে নামতে হবে বাংলাদেশকে। তার আগে বেশ কিছু নতুনদের সুযোগ করে দিয়েছেন জেমি।

‘এই টুর্নামেন্ট নতুনদের মাঠে নামার সুযোগ তৈরি করে দিবে। আমরা দেখতে পাবো আন্তর্জাতিক পর্যায়ে তারা কতটা সফলতা পায়। সবার অনুশীলন বেশ ভালোই হয়েছে। আশা করি ভালো ফল পাবো। তবে আগেও বলেছি আমরা জয়ের থেকে বেশি মনোযোগ দিচ্ছি আন্তর্জাতিক পর্যায়ে কতটা ভালো করতে পারি।’

বাংলাদেশ-নেপাল ছাড়াও টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দল। হিমালয়ের দেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারলে বিষয়টা দারুণ হবে বলে মনে করেন প্রধান কোচ।

জেমি বলেন, ‘নেপাল থেকে শিরোপা নিয়ে ফেরাটা হবে অসাধারণ ব্যাপার। জয়ী দলকে নিয়ে আমরা জুনে বিশ্বকাপ বাছাইয়ের ৩ ম্যাচে নামতে পারবো।’

এই টুর্নামেন্টকে ঘিরে ২৪ জন ছাড়া আরও সাতজনকে নিয়ে স্কোয়াড সাজিয়েছিল বাংলাদেশ দল। সেখান থেকে ২৫তম সদস্য হিসেবে সুযোগ হয়েছে মোহাম্মদ জুয়েলের।

পুলিশ এফসির ২০ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, ‘চূড়ান্ত দলে জায়গায় পেয়ে খুবই ভালো লাগছে। আমার লক্ষ্য ছিল মূল দলে জায়গা পাওয়া। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব।’

১৮ মার্চ ঢাকা ছাড়বে লাল-সবুজরা। ২৩ মার্চ জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ কিরগিজস্তান অনূর্ধ্ব–২৩ দল। ২৭ মার্চ দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ নেপালের বিপক্ষে। টুর্নামেন্টের সেরা দল নিয়ে ফাইনাল বসবে ২৯ মার্চ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh