• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

১০ দলই কোপা আমেরিকা, সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মার্চ ২০২১, ১৩:৩২
10 teams in the Copa America, the schedule is final
১০ দলই কোপা আমেরিকা, সূচি চূড়ান্ত

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার কোপা আমেরিকার আসরে লাতিন আমেরিকার বাইরের কোনও দলই অংশ নিচ্ছে না। ১০ দল নিয়ে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) আয়োজনের ঘোষণা দিয়েছে তারা। কাতার এবং অস্ট্রেলিয়া আগেই নাম সরিয়ে নিয়েছে। একই সময়ে চলবে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। ফলে তাদের সরে দাঁড়ানো ছাড়া উপায় নেই।

গেল বছর জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল কোপা আমেরিকা। কিন্তু কোভিড-নাইনটিন প্রাদুর্ভাবে তা স্থগিত হয়ে যায়।

এবারই ১০৫ বছরের ইতিহাসে প্রথম আর্জেন্টিনা ও কলম্বিয়ায় হতে যাচ্ছে খেলা। আগামী ১১ জুন শুরু হয়ে ১০ জুলাই শেষ হওয়ার কথা আসরটি।

‘এ’ গ্রুপে স্বাগতিক আর্জেন্টিনার সঙ্গে আছে বলিভিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। আগামী ১৩ জুন বুয়েন্স আইরেসে উদ্ভোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি।

‘বি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে ইকুয়েডর, ভেনেজুয়েলা, পেরু ও অপর স্বাগতিক দল কলম্বিয়া।

দুই গ্রুপের সেরা চার দল নিয়ে হবে কোয়ার্টার-ফাইনাল।

দেখে নেওয়া যাক কোথায়, কবে, কোন সময় খেলা হচ্ছে

একনজরে দেখে নেবো কোপা আমেরিকার সূচি

গ্রুপ পর্ব

১৩ জুন আর্জেন্টিনা-চিলি, বলিভিয়া-প্যারাগুয়ে।

১৪ জুন ব্রাজিল-ভেনেজুয়েলা, কলম্বিয়া-ইকুয়েডর।

১৭ জুন চিলি-বলিভিয়া, আর্জেন্টিনা-উরুগুয়ে।

১৮ জুন কলম্বিয়া-ভেনেজুয়েলা, পেরু-ব্রাজিল।

২০ জুন উরুগুয়ে-চিলি, আর্জেন্টিনা-প্যারাগুয়ে।

২১ জুন ভেনেজুয়েলা-ইকুয়েডর, কলম্বিয়া-পেরু।

২৩ জুন বলিভিয়া-উরুগুয়ে, চিলি-প্যারাগুয়ে।

২৪ জুন ইকুয়েডর-পেরু, কলম্বিয়া-ব্রাজিল।

২৭ জুন আর্জেন্টিনা-বলিভিয়া, উরুগুয়ে-প্যারাগুয়ে।

২৮ জুন ইকুয়েডর-ব্রাজিল, ভেনেজুয়েলা-পেরু।

নক আউপ পর্ব

কোয়ার্টার-ফাইনাল: ১, জুলাই ২: নাম্বার ২ গ্রুপ এ বনাম নাম্বার ২ গ্রুপ বি

কোয়ার্টার-ফাইনাল: ২, জুলাই ২: নাম্বার ১ গ্রুপ এ বনাম নাম্বার ৪ গ্রুপ বি

কোয়ার্টার-ফাইনাল: ৩, জুলাই ৩: নাম্বার ২ গ্রুপ বি বনাম নাম্বার ৩ গ্রুপ এ

কোয়ার্টার-ফাইনাল: ৪, জুলাই ৩: নাম্বার ১ গ্রুপ বি বনাম নাম্বার ৪ গ্রুপ এ

সেমিফাইনালে ১: জুলাই ৫: কোয়ার্টার-ফাইনাল ১ জয়ী বনাম কোয়ার্টার-ফাইনালের ২ জয়ী

সেমিফাইনালে ২: জুলাই ৬: কোয়ার্টার-ফাইনাল ৩ জয়ী বনাম কোয়ার্টার-ফাইনালের ৪ জয়ী

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ: জুলাই ৯: সেমিফাইনালে হার ১ বনাম সেমিফাইনালে হার ২

ফাইনাল: জুলাই ১০: সেমিফাইনালে জয়ী ১ বনাম সেমিফাইনালে জয়ী ২

এমআই/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
X
Fresh