• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ব্যর্থ মেসি, কোয়ার্টার ফাইনালে পিএসজি

অনলাইন ডেস্ক
  ১১ মার্চ ২০২১, ০৮:১৪
MESSI PSG, MBAPPE, RTV ONLINE
ছবি- টুইটার

বার্সেলোনাকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করেছে দল দুটি। দুই লেগ মিলিয়ে মেসির দলের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয় তুলে শেষ আটে পৌঁছলো পিএসজি।

বুধবার রাতে রাতে প্যারিসের দলটির পক্ষে গোলটি আসে কিলিয়ান এমবাপের নেয়া পেনাল্টি থেকে। অন্যদিকে দুর্দান্ত একটি গোল করলেও পেনাল্টি মিস করেন বার্সা দলনেতা মেসি।

কাতালানদের মাঠে প্রথম লেগে ৪-১ গোলে জয় তুলে ফিরেছিল পিএসজি। কঠিন বাস্তবতাকে সামনে রেখে প্যারিসে খেলতে আসে রোনাল্দ কোম্যানের শিষ্যরা। জয় তুলতে হলে গড়তে হবে ইতিহাস। বড় ব্যবধানে জয় তোলার লক্ষে মাঠে নেমে একের পর এক আক্রমণ চালিয়েও হতাশ হতে হয় সফরকারীদের।

ম্যাচের ৩০তম মিনিটে পেনাল্টির মাধ্যমে গোল আদায় করেন আগের লেগে হ্যাটট্রিক পাওয়া এমবাপে। অবশ্য ৭ মিনিটের ব্যবধানে গোল শোধ করেন বার্সা অধিনায়ক। দূরপাল্লার শটে সমতায় ফেরান দলকে। যা চ্যাম্পিয়নস লিগে নিজের ১২০তম গোল।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এগিয়ে যাওয়া সুযোগ ছিল ব্লাউগ্রানাদের। পেনাল্টি পায় বার্সেলোনা। মেসি স্পট কিক নিলেও পিএসজির কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস তা ঠেকিয়ে দেন।

বিরতির পর মাঠে নেমে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও গোল তুলতে ব্যর্থ হয় বার্সা। শেষ পর্যন্ত সমতায় থামতে হয় দুই দলকে।

এতে ২০০৬/০৭ মৌসুমের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের আগেই থামতে হলো বার্সাকে। অন্যদিকে টানা তিন মৌসুমে শেষ ষোলোতে বিদায় নিয়ে শেষ আটে নিশ্চিত করলো পিএসজি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
X
Fresh