• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ছাঁটাই নিয়ে চিন্তিত নন জুভেন্টাস কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মার্চ ২০২১, ১২:৫৯
pirlo ronaldo juventus, rtv online
আন্দ্রেয়া পিরলো

মৌসুমের সফলতা বলতে সুপার কোপা ইতালিয়ানা জিতে নিয়েছে জুভেন্টাস। সিরি আ’ হাত ছাড়া হওয়ার পথে। বাকি আছে মে মাসে হতে চলা কোপা ইতালিয়ার ফাইনাল। গেল রাতে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে থেমেছে তারা। এমন পরিস্থিতিতে আন্দ্রেয়া পিরলোর চাকরী নিয়ে টানাটানি।

২০১৮/১৯ মৌসুমে কোয়ার্টার ফাইনালে থামতে হয়েছিল তুরিনের দলটিকে। প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডসের দল আয়াক্স। ২০১৯/২০ মৌসুমে শেষ ষোলোতে ফ্রেঞ্চ ক্লাব লিওর কাছে হারতে হয়েছিল দলটিকে। অভিজ্ঞ মাউরিসিও সারিকে বাদ দিয়ে ২০২০/২১ মৌসুমে নিয়োগ দেয়া হয় পিরলোকে।

মঙ্গলবার রাতে রেফারির শেষ বাঁশিতে ১২০ মিনিটের ম্যাচটি শেষ হয়। ঘরের মাঠে জুভেন্টাস জিতে ৩-২ গোলে। পোর্তোকে হারিয়েও ৪-৪ গোলের অগ্রগামিতাতায় জুভেন্টাসের বিদায় হয়। এর পর জন্ম নিয়েছে নানা আলোচনা। তবে ইউরোপের সর্বোচ্চ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর তিনি জানালেন ছাটাই নিয়ে ভয় নেই তার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, কেন মাউরিসিও সারিকে অপসারণ করা হয়েছিল। আমি জুভেন্টাসের কোচ, আমি এসব বিষয় নিয়ে ভাবতে চাই না। কয়েক বছর ধরে আমি এমন পরিস্থিতিদে দেখেছি। তবে সবাই সমালোচনা করার পরেও আমি বরখাস্ত হওয়ার বিষয়ে তেমন কোন উদ্বিগ্নতা কাজ করছে না।’

ইতালি ও জুভেন্টাসের সাবেক এই মিডফিল্ডার আরও বলেন, ‘আমি দলের সঙ্গে কাজ করতে পেরে খুশি। আমার ইচ্ছা ছিল চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা।’

এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে চান জুভেন্টাস কোচ।

‘আমরা বিভিন্ন রকমের প্রশিক্ষণ দেবো। এছাড়া এই মৌসুমে আমাদের উন্নতি করার জন্য যা করার দরকার তাই করবো। যেসব জায়গায় উন্নতির প্রয়োজন সেগুলো যথাযথ গুরুত্ব দেয়া হবে।’ যোগ করেন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
X
Fresh