• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চূড়ান্ত হয়নি সূচি, টাইগাররা শ্রীলঙ্কা যাবে এপ্রিলে

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৭ মার্চ ২০২১, ১৯:০০
ছবি- ক্রিকইনফো

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর দুই দফা পিছিয়ে যায় করোনা মহামারিতে। প্রথমবার করোনা মহামারির শুরুতে স্বাভাবিক ভাবেই স্থগিত হয়ে যায় দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর কোয়ারেন্টিন ইস্যুতে দুই বোর্ডের বনিবনা না হওয়ায় আবারও স্থগিত হয়ে যায়। এবারও কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে তবে সেটা ৬-৭ দিনের।

এবার আর সেটি হচ্ছে না। বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে আগামী এপ্রিলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিনের কথামতে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট শূন্য থাকা টাইগাররা আগামী ১২ এপ্রিল রওয়ানা করবে শ্রীলঙ্কার উদ্দেশে।

যাওয়ার তারিখ অনেকটা চূড়ান্ত হলেও খেলা শুরু হবে কত তারিখ থেকে সেটি এখনও দফারফা করতে পারেনি দুই দেশের বোর্ড। তবে নিজাম উদ্দিন জানান, একই ভেন্যুতেই হবে টেস্ট ম্যাচ দুটি। ভেন্যু হবে কলম্বো।

‘দুইটা টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে, অন্যান্য প্রটোকল যে সব আছে এসবের মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে লঙ্কানরা বাংলাদেশ সফরে আসবে ওয়ানডে সিরিজ খেলতে। আগামী ২০ মে বাংলাদেশে আসবে তারা। এই সফরে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা।

‘আসার পরে হয়তো আমরা ১৪-১৫ দিনের একটা গ্যাপ পাব। আমরা আশা করছি, আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে যে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ খেলার কথা, সেটির জন্য ২০ মে’র দিকে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে, ঈদের পরে যত দ্রুত সম্ভব।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh