• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লিজেন্ডসদের লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ মার্চ ২০২১, ০৯:৫২
Bangladesh Legends Flag of Bangladesh  #RoadSafetyWorldSeries, England Legends vs Bangladesh Legends | Preview, full squads, match prediction and live-streaming details, rtv. rtv news, rtvonline
বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লিজেন্ডসের প্রতিপক্ষ ইংল্যান্ড লিজেন্ডস।

রোববার সন্ধ্যা সাতটায় ম্যাচটি ছত্তিশগড়ের রায়পুরে মাঠে গড়াবে। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

ছয় দেশের সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইন্ডিয়া লিজেন্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। শচিন-শেবাগরা ১০ উইকেটে জয় তুলে নিয়েছিল।

আরও পড়ুন : ওসাসুনার বিপক্ষে বার্সার জয়

বোলাররা সুবিধা না করতে পারলেও টাইগার সিনিয়রদের হয়ে ৩৩ বলে ৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছিলেন ওপেনার মোহাম্মদ নাজিমউদ্দিন।

এদিকে কেভিন পিটারসেন নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে মোহাম্মদ রফিক-খালেদ মাহমুদ সুজনরা।

ইংলিশদের জার্সিতে মাঠে নামবেন জোনাথন ট্রট, ম্যাথিউ হগার্ড, মন্টি পানেসার, ওয়াইস শাহ, কবির আলিদের মতো তারকারা।

আরও পড়ুন : ক্রিকেট মাঠে খেলতে নেমে যা করলেন আসিফ

ইংল্যান্ড লিজেন্ডস

কেভিন পিটারসেন, ওয়াইস শাহ, ফিলিপ মাস্টার্ড, মন্টি পানেসার, নিক ক্রম্পটন, কবির আলি, সাজিদ মাহমুদ, জেমস ট্রেডওয়েল, ক্রিস শোফিল্ড, জোনাথন ট্রট, রিয়ান সাইডবটম, উসমান আফজাল, ম্যাথিউ হগার্ড ও জেমস টিনডল।

বাংলাদেশ লিজেন্ডস

মোহম্মদ রফিক, খালেদ মাহমুদ, জাভেদ ওমর বেলিম, মোহম্মদ নাজিম উদ্দিন, নাফীস ইকবাল, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, আলমগীর কবির, মোহম্মদ শরিফ, মুশফিকুর রহমান ও মামুন রশিদ।

আরও পড়ুন : এবার হাইকোর্টে রিট করলেন ক্রিকেটার নাসিরের স্ত্রীর আগের স্বামী

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh