• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শেবাগ-শচিনের কাছে হেরে গেলেন রফিকরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২১, ২৩:২৭
শেবাগ-শচিনের কাছে হেরে গেলেন রফিকরা
ফাইল ছবি

নাজিমউদ্দিন ব্যাটিং দেখে মনে হয়েছিল সামনে অপেক্ষা করছে বড় একটা ইনিংস। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। বাংলাদেশে লেজেন্ডস ভারত লেজেন্ডসকে লক্ষ্য দিয়েছিল ১১০ রানের। সেই লক্ষ্য বিনা উইকেটেই পৌঁছে গেল দুই ওপেনার বীরেন্দ্রর শেওয়াগ ও শচীন টেন্ডুলকার। শেবাগ আর শচিন ১০.১ ওভারে শেষ করে দিয়েছেন ম্যাচ।

আরও পড়ুন : ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা!

২০ বলে ফিফটি করা মারকুটে শেবাগ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮০ রানে। ৩৫ বলের ইনিংসে ১০টি চার আর ৫টি ছক্কা হাঁকান ডানহাতি এই ওপেনার। ২৬ বলে ৪ বাউন্ডারিতে ৩৩ রানে অপরাজিত ছিলেন শচিন।

এর আগে নাজিমউদ্দিনের ৪৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১০৯ রানের বেশি যেতে পারেনি বাংলাদেশ লেজেন্ডস।

আরও পড়ুন : আল নূর মসজিদের সামনে আবেগ আপ্লূত মুশফিক

নাজিমউদ্দিন আর জাভেদ ওমরের ৪৮ বলের ওপেনিং জুটিতে আসে ৫৯ রান। ১৯ বলে ১২ রানে আউট হন জাভেদ। পরে নাজিমউদ্দিন ৪৯ রানে যুবরাজ বলে বোল্ড হন।

এরপরে নাফীস ইকবাল (৭), মোহাম্মদ রফিক (১), হান্নান সরকার (৩), আবদুর রাজ্জাক (২), মোহাম্মদ শরীফরা (৫) একের পর এক আউট হয়ে সাজঘরে ফিরতে থাকেন।

আরও পড়ুন : ১৭ বছরের ক্যারিয়ারের ইতি, নাফীসের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

রাজিন সালেহ আউট হন ১২ রান করে। খালেদ মাহমুদ সুজনের ৭ আর খালেদ মাসুদ পাইলটের ৬ রানে ভর করে ১০৯ রান পর্যন্ত গিয়েছে বাংলাদেশ লেজেন্ডসের ইনিংস।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh