• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘এখনই সিরিজ স্থগিতের শঙ্কা নেই’

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২১, ১৭:৫৪
ছবি- বিসিবি

বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের (পিসিএল) ষষ্ঠ আসর স্থগিত হয়ে যায় করোনা সংক্রমণের জন্য। এ নিয়ে যখন ক্রিকেট বিশ্ব ভাবছে ঠিক তখনই বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড উল্ভস দলের খেলা চলাকালীন ঘটে গেল তেমনই এক ঘটনা।

আরও পড়ুন : ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা!

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন শুক্রবার দুপুরে আয়ারল্যান্ড দলের পেসার রুহান প্রিটোরিয়াসের কোভিড পজিটিভ হবার খবর ছড়িয়ে পড়ে।

যে কারণে আনঅফিসিয়াল এই ওয়ানডে ম্যাচটি মাঝপথেই বাতিল হয়ে যায়। এই ম্যাচ বাতিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আশা, গোটা সিরিজ বাতিল হবার মতো পরিস্থিতি এখনও আসেনি।

আরও পড়ুন : তামিমার পাসপোর্ট ও ডিভোর্স পেপারের ঠিকানা ভুয়া!

বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, 'এটা এখন স্বাভাবিক। আমরা আরও কঠোর ব্যবস্থা নিচ্ছি জৈব সুরক্ষা বলয়ে। একজন করোনা আক্রান্ত হয়েছে বলে এখনই সিরিজ বাতিল করার মতো কিছু ঘটেনি। বাকি ম্যাচগুলো যথা সময়ে অনুষ্ঠিত হবে।'

আরও পড়ুন : এবার হাইকোর্টে রিট করলেন ক্রিকেটার নাসিরের স্ত্রীর আগের স্বামী

উল্লেখ্য, চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচটি বন্ধ হয়েছে ৩০ ওভার শেষে। ততোক্ষণে বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেট হারিয়ে ১২২ রান তোলে। করোনা আক্রান্ত প্রিটোরিয়াস ৫ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ১টা উইকেটও নেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
X
Fresh