• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পিএসএল স্থগিত হওয়ায় ডাক্তারদের ধুয়ে দিলেন শোয়েব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২১, ১২:৪৯
শোয়েব আখতার

বৃহস্পতিবার ঘোষণা এসেছে পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসর স্থগিতের। গত আসরের মতো এবারও স্থগিত হবার কারণ করোনা মহামারি। যদিও গতবার পিএসএল স্থগিত হয়নি কারও করোনা আক্রান্ত হওয়ায়। এবার সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়সহ ৭ জনের করোনা আক্রান্ত হওয়ায় বাধ্য হয়েছে আসর স্থগিত করার।

শুরুতে অস্ট্রেলিয়ান স্পিনার ফাওয়াদ আহমেদের করোনা আক্রান্ত হবার পর আশঙ্কা করা হচ্ছিল এই সংখ্যা বাড়ার। শেষ পর্যন্ত সেটাই হয়। এতে খেপেছেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার।

পিএসএল বন্ধে হতাশ শোয়েব আখতার তার ইউটিউব চ্যানেলে বলেন, এমন ঘটনায় পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আর এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) খামখেয়ালির ফল।

এসময় শোয়েব পিসিবির কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, ‘পিসিবির কর্মকর্তারা মানুষের জীবন নিয়ে খেলছে। তাদের কারণে দেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এসবের জবাব দিতে হবে পিসিবি প্রধানকে।'

এমনকি শোয়েব আখতার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছেও বিচার দেন।

'আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে হস্তক্ষেপের অনুরোধ জানাই। এটা শুধু পাকিস্তান ক্রিকেটের না, দেশের জন্যও অপমানের।’

পিএসএলে জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন তোলে লাহোর কালান্দার্স। পাকিস্তানি গণমাধ্যম জানায়, বাইরে থেকে খাবার যায় হোটেল কক্ষে, এমন কী খেলোয়াড়দের পরিবারের লোকজনও ইচ্ছামতো যাতায়াত করেছে হোটেলে।

শোয়েব মনে করেন, এসবের দায় নিতে হবে পিসিবির চিকিৎসকদের। তাদের অবহেলা থেকেই এমনটা হয়েছে।

‘এখন একে অন্যের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত হয়ে উঠেছে। আমি মনে করি এখানে চিকিৎসকদের দায়িত্ব অবহেলা ছিল। কঠোর তদন্ত হোক চিকিৎসক প্যানেলের বিরুদ্ধেও। আমি চাই চিকিৎসকদের তদন্তের আওতায় এনে শাস্তি দেয়া উচিত কারণ, তারা মানুষের জীবন নিয়ে খেলেছে।’

এমআর/এম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh