• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পিএসএল স্থগিত হবার কারণ নাকি ডেল স্টেইন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ মার্চ ২০২১, ২২:০৭

অনেক ঘটা করেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনা মহামারির এই সময়ে কয়েকটি ফ্র্যঞ্চাইজির নিষেধ উপেক্ষা করে আসর শুরু হলেও মাঝপথে এসে বন্ধ করতে বাধ্য হয়েছে পিসিবি।

গত চার দিনে স্টাফ ও খেলোয়াড় মিলে সাত জন করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত হয়েছে এবারের আসর। তবে ক্রিকেট ভক্তরা টুইটারে মেতেছে, পিএসএল বন্ধ হবার কারণ নাকি ডেল স্টেইন।

কদিন আগে ডেল স্টেইন এক সাক্ষাতকারে বলেন, 'আমি মনে করি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একজন ক্রিকেটারের সত্যিকারের ক্রিকেট খেলতে হলে পিএসএলসহ এই মানের লিগগুলো খেলা দরকার। আইপিএলের চাইতে বেশি কার্যকরী। আপনি যখন আইপিএলে খেলতে যাবেন, তখন লম্বা দলের সঙ্গে বড় বড় সব নামের সঙ্গে লড়তে হবে। এছাড়াও থাকছে অর্থের দাম অনুযায়ী কতটা পারফর্ম করছেন সেই চাপ।'

স্টেইনের দেয়া এমন বক্তব্যের পর পরই পিএসএল স্থগিতের ডাক পড়ে। এরপর থেকে টুইটারে একদল ট্রলে মেতেছে প্রোটিয়া পেসারকে নিয়ে।

তাদের দাবি, পিএসএল বন্ধ হবার পেছনে ডেল স্টেইন দায়ী। তার নজর লেগেছে।

পুষ্প নামের একজন লিখেছেন, পিএসএলে ডেল স্টেইনের নজর লেগেছে। দ্য রাইট উইঙ্গার নামের একটি একাউন্ট থেকে টুইট করা হয়েছে, পিএসএল স্থগিত! ধন্যবাদ ডেল স্টেইনিকে।

এমন অনেক পোস্টে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh