• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সভাপতির নামে ভুয়া ফেসবুক আইডি, বিসিবির আইনি ব্যবস্থা

আরটিভি নিউজ

  ০৪ মার্চ ২০২১, ১৪:০৬
bcb, nazmul hasan papon
নাজমুল হাসান পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তা অপব্যবহার করা হচ্ছে। তাই আইনি ব্যবস্থা নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

সাম্প্রতিক নানা ইস্যুতে বিসিবি প্রধানের নামে ভুয়া আইডি থেকে নানা রকম স্ট্যাটাস, মন্তব্য পোস্ট করা হয়েছে। বিষয়টি বোর্ড কর্তাদের নজরে এসেছে। তাই ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন : এবার হাইকোর্টে রিট করলেন ক্রিকেটার নাসিরের স্ত্রীর আগের স্বামী

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। এর মধ্যে ব্যবস্থাও নেয়া হয়েছে। দুই-তিনটি আইডিকে চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেয়া হয়েছে।’

আরও পড়ুন : ছেলের প্রেমিকাকে সারারাত পাহারা দিলেন প্রেমিকের বাবা

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই জানিয়ে তিনি বলেন, ‘কিছু আইডি দেশের বাইরে থেকে খোলা হয়েছে। সেগুলোও বন্ধ করার পদক্ষেপ নেয়া হয়েছে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়
X
Fresh