• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ডাগ আউটে হাতাহাতি মোহামেডান-চট্টগ্রাম আবাহনীকে জরিমানা

আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২১, ১১:৪৪
abahani chittagong - mohammedan sporting club
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালে অসৌজন্যমূলক আচরণের দায়ে শাস্তি পেতে হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে। আর্থিক জরিমানার পাশাপাশি, নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে দুই ক্লাবের দুই কর্মকর্তাকে।

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, তিন ম্যাচের জন্য মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে মোহামেডানের টিম লিডার আবু হাসান প্রিন্সকে। পাশাপাশি ৫০ হাজার টাকাও জরিমানা গুণতে হচ্ছে তাকে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা।

গেল ২৬ ফেব্রুয়ারি ম্যাচ চলাকালীন নিজেদের মধ্যে ঝামেলায় জড়ান মোহামেডানের টিম লিডার এবং চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার।

খেলায় রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ঢাকার দলটির ইংলিশ কোচ শন লিন। সে সময় তাকে কিছু বলতে এগিয়ে আসেন আরমান। কিন্তু, এতে ক্ষিপ্ত হয়ে আরমানকে ধাক্কা দেন এবং গালিগালাজ করেন প্রিন্স। পরে, বন্দরনগরীর দলটির ম্যানেজার পালটা ধাক্কা দিলে, কিছুটা ধস্তাধস্তি হয়। পরে ম্যাচ রেফারির সুপারিশ অনুযায়ী, তাদেরকে শাস্তি দেন বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। শন লিনকে মৌখিকভাবে সাবধান করে দেয়া হয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh