logo
  • ঢাকা রোববার, ১৮ এপ্রিল ২০২১, ৫ বৈশাখ ১৪২৮

ইংল্যান্ড দলে নতুন তিন কোচ

Marcus Trescothick , Jeetan Patel (spin bowling), Jon Lewis (seam bowling) and Richard Dawson, RTV ONLINE
মার্কাস ট্রেসকোথিক, জন লুইস ও জাতিন প্যাটেল

ইংলিশ জাতীয় দলে তিন কোচ নিয়োগ দিয়েছে। ভারতের মাটিতে টানা দুই ম্যাচ বড় ব্যবধানে হারের পর এমন সিদ্ধান্ত নিলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নিয়োগ পাওয়া তিনজনই জাতীয় দলের হয়ে খেলেছেন। মার্কাস ট্রেসকোথিক, জন লুইস ও জাতিন প্যাটেলকে যথাক্রমে ব্যাটিং, পেস বোলিং আর স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে দলের সঙ্গে যোগ দেবেন তারা।

প্রধান কোচ ক্রিস সিলভারউডের অধীনে ইংল্যান্ডের কোচিং কাজ করবেন নতুন তিন কোচ। যেখানে সহকারী কোচ হিসেবে আগে থেকেই কাজ করছেন গ্রাহাম থর্প ও পল কলিংউড। দলের ফিল্ডিং কোচ কার্ল হপকিংস ও উইকেটরক্ষক কোচ হিসেবে কাজ করছেন জেমস ফস্টার।

প্রথম টেস্টে ২২৭ রানে জয় তুলে ভারত সফর শুরু করে ইংলিশরা। দ্বিতীয় ম্যাচে ৩১৮ ও তৃতীয় ম্যাচে ১০ উইকেটে জয় নিয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৪ মার্চ সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে নামবে দুই দল।

টেস্ট সিরিজের পর পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ভারত-ইংল্যান্ড।

ওয়াই

RTV Drama
RTVPLUS